বেলা ১টা পর্যন্ত বাংলার কোন কেন্দ্রে কত ভোট? হিসাব দিল কমিশন

নয়াদিল্লি: সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৪০.৩০ শতাংশ। এদিকে, দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের আট কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার…

West Bengal election Exit polls India spark debate over accuracy, BJP leads in polls, but questions arise over methodology and reliability election analysis.

নয়াদিল্লি: সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৪০.৩০ শতাংশ। এদিকে, দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের আট কেন্দ্রে সামগ্রিক ভোটদানের হার ৫১.৮৭ শতাংশ৷

বহরমপুরকে ছাপিয়ে ভোটদানের হারে সবথেকে এগিয়ে রয়েছে বর্ধমান পূর্ব। নির্বাচন কমিশন সকাল ১১টা পর্যন্ত মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে ভোটদানের যে হার উল্লেখ করেছিল, তাতে অধীর গড়েই পড়েছিল সবচেয়ে বেশি ভোট৷ তবে নির্বাচন কমিশন বেলা ১টা পর্যন্ত যে হিসাব বলছে, তাতে সবচেয়ে এগিয়ে রয়েছে বর্ধমান পূর্ব কেন্দ্র। এই কেন্দ্রে ভোটের হার ৫৫.৮৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বোলপুর৷ ১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৫৪.৮১ শতাংশ। তৃতীয়তে রয়েছে রানাঘাট ( ৫২.৭০ শতাংশ)। চতুর্থ স্থানে রয়েছে বহরমপুর। সেখানে ভোট শতাংশের হার ৫২.২৭ শতাংশ। এই সময়ের মধ্যে কৃষ্ণনগরে ভোট পড়েছে ৪৯.৭২ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৫০.৩০ শতাংশ, আসানসোলে ৪৯.৫৫ শতাংশ এবং বীরভূমে ৪৯.৬৩ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *