মোদী-অভিষেক থেকে কঙ্কনা-রবি কিষান, সপ্তম দফায় ভাগ্যপরীক্ষা একঝাঁক হেভিওয়েট প্রার্থীর

কলকাতা: ১ জুন, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। ফল প্রকাশিত হবে আগামী ৪ জুন। দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট…

কলকাতা: ১ জুন, শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। ফল প্রকাশিত হবে আগামী ৪ জুন। দেশজুড়ে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি লোকসভা আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের ৯টি আসন- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে হবে ভোটগ্রহণ।

 

শেষ দফার ভোটের সবচেয়ে উল্লেখযোগ্য ও হেভিওয়েট প্রার্থীর নাম নরেন্দ্র মোদী৷ আজ, বারাণসীতে ভাগ্য পরীক্ষা হবে তাঁর৷ টানা তৃতীয়বার এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন তিনি। এই আসনে তাঁর বিরুদ্ধে অজয় রাইকে প্রার্থী করেছে কংগ্রেস। এছাড়াও একঝাঁক তারকা প্রার্থী রয়েছে বিজেপির৷ হিমাচলপ্রদেশের মান্ডি আসনে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ গোরক্ষপুর থেকে বিজেপির টিকিটে লড়ছে ভোজপুরী মহাতারকা রবি কিষান। হিমাচলের হামিরপুর থেকে ভোট ময়দানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর৷ এছাড়াও পাটনায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ লড়ছেন প্রাক্তন স্পিকার মীরা কুমারের পুত্র অনশুল অভিজিতের বিরুদ্ধে।

 

সপ্তম দফায় বিরোধী শিবিরেও রয়েছে একঝাঁক তারকা প্রার্থী৷ তাঁর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন তিনি। ময়দানে রয়েছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (জলন্ধর), লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী (পাটলিপুত্র)৷

 

এছাড়াও বাংলা থেকে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন- তৃণমূলের সৌগত রায় (দমদম), বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল (জয়নগর), কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়৷ এঁরা সকলেই বিদায়ী সাংসদ। বসিরহাটের বিদায়ী সাংসদ নুসরত জাহানকে এবার টিকিট দেওয়া হয়নি৷  বদলে আস্থা রাখা হয়েছে হাজি নুরুল ইসলামের উপর৷ গতবার যাদবপুরের বিজয়ী প্রার্থী মিমি চক্রবর্তীও এবার টিকিট পাননি৷ তাঁর বদলে প্রার্থী করা হয়েছে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *