ডালখোলা: আবার বড়সড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী হতেই পারত দেশ। করমণ্ডল এক্সপ্রেসের পর বিরাট দুর্ঘটনার মুখে পড়তে পারত লোহিত এক্সপ্রেস। তবে দুর্ঘটনায় আহত বা নিহতের কোনও খবর নেই আপাতত। ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, আচমকাই ট্রেনটির ১০টি বগি খুলে যায় ইঞ্জিন থেকে! উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের কাছে এমন ঘটনা ঘটেছে।
রেল সূত্রে খবর, মঙ্গলবার গুয়াহাটি থেকে জম্মু-তাওয়াইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পর উত্তর দিনাজপুরের ডালখোলা এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে লোহিত এক্সপ্রেস। বিকেল নাগাদ হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে যায়। বিকট এক শব্দ করে ইঞ্জিনের থেকে ট্রেনের ১০টি বগি খুলে যায়। কী ভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না রেলের পদস্থ আধিকারিকরা। তবে তারা এবং ডালখোলা স্টেশনের স্টেশনমাস্টার সকলেই ঘটনাস্থলে থেকে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ট্রেন যাত্রীদের মধ্যে।
করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২৯০ জনের। আহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল যদিও আপাতত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু অনেকে এখনও আশঙ্কাজনক আছেন তাই আগামী দিনে মৃতের সংখ্যা যে বাড়তে পারে তার আভাস আছেই। এই দুর্ঘটনার ক্ষত না শুকোনোর আগেই আবার এমন এক ট্রেন দুর্ঘটনা আশঙ্কিত করছে সাধারণ রেল যাত্রীদের।