লকেটের গাড়ি ভাঙা হয়েছে ‘ভিতর থেকে!’ ভিডিও দেখাল তৃণমূল

লকেটের গাড়ি ভাঙা হয়েছে ‘ভিতর থেকে!’ ভিডিও দেখাল তৃণমূল

ac327089de32444e90bb2324a6d8fb91

কলকাতা: হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবার বিধানসভা নির্বাচনের জন্য চুঁচুড়ায় প্রার্থী হয়েছেন। এ দিন সকালে সেখানেই তাঁকে ঘিরে কালো পতাকা দেখানো হয় এবং গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন খোদ বিজেপি প্রার্থী। কিন্তু লকেটের গাড়ি ভাঙলো কিভাবে, তার প্রমাণ এদিন সাংবাদিক বৈঠক করে দিল তৃণমূল কংগ্রেস। হামলার ঘটনার সময়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের তরফে, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকেই রড দিয়ে কাচ ভাঙা হচ্ছে! স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেস ভবনের সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। হুগলির চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে কথা বলতে গিয়ে একটি ভিডিও ক্লিপ প্রকাশ্যে আনেন তাঁরা। সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, লকেটের গাড়িটি ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সেই ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এই সময়ে লকেটের গাড়ির কাচ আচমকা ভেঙে যায়। স্পষ্ট ভাবে লক্ষ্য করলে দেখা যাবে, গাড়ির ভিতর বসে থাকা কেউ একজন একটি রড দিয়ে সেই কাচে মারলে সেই কাচ ভেঙে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস দাবি করছে, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি কোনরকম বিক্ষোভের কারণে বা তৃণমূল কংগ্রেসের কারণে ভাঙেনি, ইচ্ছাকৃত ভাঙা হয়েছে যাতে তৃণমূল কংগ্রেসকে দোষ দেওয়া যায়।

প্রসঙ্গত, স্থানীয় সূত্রের খবর, চুঁচুড়ার সংখ্যালঘু অধ্যুষিত ঈশ্বরভাগ এলাকার বুথে এসেছিলেন লকেট৷ সেখানে ভোটারদের লাইনে গণ্ডগোল হয়৷ লকেট যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে লকেটের গাড়ি ভাঙচুরও করে বলে অভিযোগ৷ এই ঘটনায় আবার লকেট দাবি করেছিলেন, বাংলায় যেখানে একজন সাংসদ সুরক্ষিত নন তাহলে সাধারণ মানুষের কী হবে। তাঁর হাতে আঘাত লাগে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *