কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ইতিমধ্যেই সরগরম হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি অডিওতে প্রকাশ্যে আসায়। বিজেপি এই অডিওটি ফাঁস করে দাবি করছে যে প্রশান্ত কিশোর নিজে স্বীকার করে নিয়েছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। কেন এবং কিভাবে আসবে সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এই প্রেক্ষিতেই এবার একে একে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলীকে আক্রমণ করা শুরু করেছে বিজেপির নেতা-নেত্রীরা। হুগলি এবং ডোমজুড়ের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায় একহাত নিয়েছেন প্রশান্ত কিশোরকে।
লকেট দাবি করছেন, প্রশান্ত কিশোর নিজেও জানেন যে নরেন্দ্র মোদী সেরা। তাঁর নেতৃত্বেই সোনার বাংলা গঠিত হবে। কিন্তু সাধারণ মানুষকে বোকা বানানোর জন্যই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাজ করছেন, এমনটাই দাবি করেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
Prashant Kishor also knows that Modi Ji is the best and a ‘sonar Bangla’ will be made under his leadership. But to fool the people he got associated with TMC: BJP leader Locket Chatterjee, in Hoogly pic.twitter.com/YlVuFFNSoT
— ANI (@ANI) April 10, 2021
অন্যদিকে, ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাংলায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রশান্ত কিশোরের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে। বাংলায় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। রাজীব স্পষ্ট বলছেন, পশ্চিমবঙ্গে এখন শুধুমাত্র নরেন্দ্র মোদীজির কৌশল চলবে, আর কারোর নয়।
Prashant Kishor’s strategy will not work in Bengal, his strategy has failed. TMC has finished here. In Bengal, only Narendra Modi’s strategy will work: BJP leader Rajib Banerjee, in Domjur, #WestBengal pic.twitter.com/BVdtlkDrqT
— ANI (@ANI) April 10, 2021
এদিকে আজ একটি অডিও টেপ প্রসঙ্গে বিজেপি দাবি করেছে যে প্রশান্ত কিশোর নিজে স্বীকার করে নিয়েছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে! রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক এবং আইটি সেল প্রধান অমিত মালব্য এই অডিও টেপ টুইট করে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী নিজে স্বীকার করে নিচ্ছেন যে বাংলায় নরেন্দ্র মোদী ম্যাজিক কাজ করবে এবং ক্ষমতায় আসবে বিজেপি। যে অডিও টেপ ফাঁস করেছেন অমিত মালব্য তাতে শোনা যাচ্ছে যে প্রশান্ত কিশোর বলছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কেন বাংলায় বিজেপি আসছে সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। প্রশান্ত কিশোরের দাবি, নরেন্দ্র মোদীর নামেই ভোট হচ্ছে বাংলায়। তবে শুভেন্দু কোনও ফ্যাক্টর নয়।তিনি বলছেন, বাংলার এক কোটির বেশি অবাঙালি এবং তফসিলি ভোট বিজেপির দিকে যাচ্ছে। এমনকি ৭৫ শতাংশ মতুয়া ভোটও বিজেপি ঝুলিতে যাবে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, বামেদের ১০ থেকে ১৫ শতাংশ ভোট পদ্ম শিবিরের দিকে ঝুঁকে রয়েছে বলেও দাবি তাঁর।