Aajbikel

খুন্তি হাতে মাছ ভাজলেন লকেট, মন্দির-মসজিদ ঘুরে খাবার পরিবেশনে রচনার! হুগলিতে প্রচারে ঝড়

 | 
রচনা-লকেট

কলকাতা: লোকসভা ভোটে হেভিওয়েট কেন্দ্র এখন হুগলি৷ এই কেন্দ্রে একদিকে লড়ছেন বিজেপি’র লকেট চট্টোপাধ্যায়৷ অন্যদিকে, তৃণমূলের টিকিটে ময়দানে নেমেছে ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়৷ ফলে এই কেন্দ্রে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বেশ স্পষ্ট৷ দুই প্রার্থীই নেমে পড়েছে প্রচারে৷ কেউ কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ দুই দিদি। হুগলি কেন্দ্রে প্রচারে বেরিয়ে ঝড় তুললেন রচনা ও লকেট৷ 

মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো দেন রচনা৷ এর পর যান মসজিদে৷ সেখানে গিয়েও প্রার্থনা করেন তিনি। দুপুরে দলের ভোজসভায় নিজের হাতে কর্মীদের খাবার পরিবেশন করে খাওয়ান অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে জনসংযোগে বেরিয়ে খুন্তি হাতে রান্না করতে বসে পড়েন লকেট চট্টোপাধ্যায়। ভাজা মাছটা যে তিনি ভালোই উলটাতে পারেন, তা দেখিয়ে দিলেন গেরুয়া প্রার্থী৷ 

মঙ্গলবার প্রচার অভিযানে বেরিয়ে রচনা পৌঁছে গিয়েছিলেন চন্দননগরে৷ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। সেখানে বোড়াইচণ্ডী মন্দিরে পুজো দেওয়ার পর চন্দননগরের প্রাচীন মোল্লাহাজি বাগান মসজিদে গিয়ে চাদর চড়ান ‘দিদি নম্বর ১’। তিনি বলেন, ‘আমার জীবনে আর কিচ্ছু পাওয়ার নেই। মানুষের জন্য কিছু করতে চাই।’’  এদিন বাংলার দিদি নম্বর ১-কে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষ। প্রচার শেষে একটি লজে নেতাকর্মীদের সঙ্গে ‘একতা ভোজে’ যোগ দেন রচনা৷ 

এদিকে, মঙ্গলবার পোলবা রাজহাট পঞ্চায়েত এলাকায় প্রচারে যান লকেট চট্টোপাধ্যায়। গ্রামের মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপি’র তারকা প্রার্থী। তার পর যান রাজহাটের ওলাবিবিতলায়৷ সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন৷ ফি বছর সেখানে রান্নাপুজো উৎসব হয়। গ্রামের মানুষ সেখানে রান্না করেন৷ সেই রান্নায় হাত লাগান লকেট৷ 

Around The Web

Trending News

You May like