৩০ মে পর্যন্ত রাজ্যে লকডাউন! কী খোলা, কী বন্ধ, দেখে নিন

৩০ মে পর্যন্ত রাজ্যে লকডাউন! কী খোলা, কী বন্ধ, দেখে নিন

কলকাতা: রাজ্যের করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত ঠেকাতে আগামী ১৫ দিন ‘কার্যত’ লকডাউন ঘোষণা হল রাজ্যে। এদিন সাংবাদিক বৈঠকে এমনটা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যা সিদ্ধান্ত নেওয়া হল তাতে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন রাজ্যে। এর আগে ‘আংশিক’ লকডাউন ঘোষণা করেছিল রাজ্য প্রশাসন। তখন কিছু পরিষেবা চালু থাকলেও অনেক পরিষেবা বন্ধ রাখা হয়। আজ নতুন নির্দেশিকা দেওয়া হল। তবে খুব একটা বড় ফারাক না থাকলেও মোটামুটি সব পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কী কী বন্ধ

আগের নিয়ম অনুযায়ী, বন্ধ থাকবে অফিস এবং ট্রেন পরিষেবা। আজ নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মেট্রো, বাস, অটো, ট্যাক্সি পরিষেবাও বন্ধ রাখা হবে। একই সঙ্গে বন্ধ রাখা হবে ফেরি পরিষেবাও। এদিকে, বন্ধ থাকবে সকল অঙ্গনওয়াড়ি, তথ্যপ্রযুক্তি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান।  জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এই দিনগুলিতে। এর পাশাপাশি আগের মতই বন্ধ থাকবে, শপিং মল থেকে শুরু করে বার, রেস্তোরাঁ, স্পোর্টস কমপ্লেক্স। এছাড়াও এতে জানানো হয়েছে যে ধর্মীয় থেকে শুরু করে রাজনৈতিক জনসমাবেশ সব বন্ধ থাকবে।

কী কী খোলা

সব কিছু বন্ধ থাকবে শুধু জরুরী পরিষেবা ছাড়া। জরুরী পরিষেবার মধ্যে রয়েছে আদালত, টেলিকম পরিষেবা, সংবাদমাধ্যমের অফিস, স্যনেটাইজেশন বিভাগ, বিদ্যুৎ পরিষেবা, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা। সকালে ৩ ঘণ্টা খোলা থাকবে বাজার, মুদিখানা দোকান। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত। একই সঙ্গে সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। তার জন্য আলাদা অনুমতি নিতে হবে। ওষুধের দোকান ও চশমার দোকান সাধারণ নিয়মে খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 11 =