উৎসবে ছাড় দিয়ে বাংলায় ৯ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

উৎসবে ছাড় দিয়ে বাংলায় ৯ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা:  করোনা পরিস্থিতিতে আরও একমাসের জন্য লকডাউনের মেয়াদ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে এদিন নবান্নের বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী৷ মাসের কোন কোন দিন লকডাউন থাকবে সেই বিষয়টিও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে৷ ৩১ অগাস্ট পর্যন্ত মোট ৯ দিন সম্পূর্ণ লকডাউন থাকবে বাংলা৷ 

 

শনিবার ও রবিবার কমপ্লিট লকডাউন রাখার কথা ঘোষণা করা হয়েছে৷ তবে আগামী শনিবার বকরি ইদের কারণে ওই দিন সম্পূর্ণ লকডাউন করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী৷ এর বদলে আগামীকালের পর সম্পূর্ণ লকডাউন হবে রবিবার অর্থাৎ ২ অগাস্ট৷ সোমবার রয়েছে রাখি পূর্ণিমা৷ তাই সোমবারের বদলে ফের লকডাউন হবে  ৫ অগাস্ট অর্থাৎ বুধবার৷ তার পরে ফের  রাজ্যে কমপ্লিট  লকডাউন হবে  পরের শনিবার ও রবিবার অর্থাৎ ৮ ও ৯ অগাস্ট৷  

আরও পড়ুন- কবে খুলবে স্কুল-কলেজ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়াল বন্ধের মেয়াদ

তার পরের সপ্তাহে আবার শনিবার পড়েছে ১৫ অগাস্ট৷ স্বাধীনতা দিবস উপলক্ষে ওই সপ্তাহেও শনিবার সম্পূর্ণ লকডাউন করা সম্ভব হবে না৷ বদলে ১৬ এবং ১৭ অগাস্ট, অর্থাৎ রবিবার ও সোমবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে৷ তবে এর পর আরও কোনও সমস্যা নেই৷ নিয়ম মেনেই সপ্তাহের  শনিবার ও রবিবার সম্পূর্ণ লকডাউন পালন করা হবে৷ ২২ ও ২৩ অগাস্ট এবং ২৯ ও ৩০ অগাস্ট রাজ্যে থাকছে সম্পূর্ণ লকডাউন৷ এরপর দ্বিতীয় দফায় সংশোধিত লকডাউনের ঘোষণা করে মুখ্যমন্ত্রী৷ জানান, আগে  তিনি  যা ঘোষণা করেছিলেন তা ঠিক নয়৷ নতুন দিনক্ষণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অগাস্ট মাসে ২ অগাস্ট রবিবার, ৫ অগাস্ট,  ৮ অগাস্ট শনিবার, ৯ অগাস্ট রবিবার, ১৬ অগাস্ট রবিবার, ১৭ অগাস্ট সোমবার, ২৩ অগাস্ট রবিবার, ২৪ অগাস্ট সোমবার, ৩১ অগাস্ট সোমবার রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে৷’’

এদিকে, লকডাউনের মেয়াদ বাড়ালেও সরকারি অফিসের জন্য নিয়মের কোনও পরিবর্তন আনা হচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী৷ তবে সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, শনিবার ও বরিবার লকডাউন করার উপরেই আমরা জোড় দিয়েছি৷ কারণ, এই দু’দিন বেশিরভাগ মানুষেরই ছুটি থাকে৷ মানুষের কাজে কর্মে সমস্যা তৈরি হবে না৷ অর্থনীতির উপরও ততটা আঘাত আসবে না৷ 

আরও পড়ুন-  ইদের দিনে লকডাউন হবে না বাংলায়, ৯ দিনের লকডাউন ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপাশি তিনি জানান, রাজ্যে কোভিড টেস্টিং আগের চেয়ে অনেক বেড়েছে৷ বর্তমান ৫৬টি ল্যাব রয়েছে রাজ্যে৷ দিনে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টেস্টিং করা হচ্ছে৷ তিনি বলেন, বাংলায় অনেকগুলি সীমান্ত রয়েছে৷ উত্তরপূর্ব থেকেও বহু মানুষ এখানে চিকিৎসার জন্য আসছেন৷ এটি একটি সংবাদেনশীল রাজ্য৷ গত ৮-৯ বছরে বাংলায় চিকিৎসার যে পরিকাঠামো তৈরি হয়েছে, অনেক রাজ্যেই তা নেই৷ শীঘ্রই রাজ্যে  অ্যান্টিজেন টেস্ট শুরু করা হবে বলেও জানান তিনি৷ যাতে দ্রুত ফলাফল জানা সম্ভব হয়৷  

 

রাজ্যের সংবেদনশীল আটটি জেলার জন্য বিশেষ চিন্তাভাবনা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, এই আট জেলায় আটজন সিনিয়ার আইএস অফিসাররা জেলাশাসক, পুলিশ, বিডিও সকলকে নিয়ে কোভিডের তত্বাবধানের কাজ করবেন৷ রাজ্যে টেলি মেডিসিন ফেসিলিটিও চালু করা হবে৷ এই হেল্প লাইন নম্বরটি হল ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২৷ এটি টোল ফ্রি নম্বর৷ এখানে ফোন করলেই অ্যাম্বুলেন্সের সন্ধান পাওয়া যাবে৷ এছাড়াও টেলিমেডিসিন চিকিৎসকদের পরামর্শ নিতে হলেও এই নম্বরে ফোন করতে হবে৷ ৩১ জুলাই থেকে চালু হবে কোভিড পেসেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *