কলকাতা: ইঙ্গিত আগে থেকেই মিলেছিল। এবার সেটাই হল। আগামী ১৫ দিন ‘কার্যত’ লকডাউন রাজ্যে। এদিন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যা সিদ্ধান্ত নেওয়া হল তাতে ৩০ মে পর্যন্ত কার্যত লকডাউন রাজ্যে। বন্ধ অফিস, মেট্রো, বাস। সকালে ৩ ঘণ্টা খোলা থাকবে বাজার, মুদিখানা দোকান। লোকাল ট্রেন আগেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বার বাস এবং মেট্রো এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সকল অঙ্গনওয়াড়ি, তথ্যপ্রযুক্তি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান সব বন্ধ থাকবে। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এই দিনগুলিতে। জরুরী পরিষেবার মধ্যে রয়েছে স্বাস্থ্য বিভাগ, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিদ্যুৎ, জল সরবরাহের কাজ। এর পাশাপাশি আগের মতই বন্ধ থাকবে, শপিং মল থেকে শুরু করে বার, রেস্তোরাঁ, স্পোর্টস কমপ্লেক্স। এছাড়াও ট্রেন পরিষেবা পাশাপাশি মেট্রো এবং বাস পরিষেবা বন্ধ। ট্যাক্সি এবং অটো পরিষেবা বন্ধ থাকবে, শুধুমাত্র জরুরী পরিষেবা চালু থাকবে। আগের মতোই সকাল বেলা শুধু মাত্র তিন ঘণ্টা খোলা থাকবে বাজার এবং মুদিখানা।
এছাড়াও এতে জানানো হয়েছে যে ধর্মীয় থেকে শুরু করে রাজনৈতিক জনসমাবেশ সব বন্ধ থাকবে। একই সঙ্গে সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না। তার জন্য আলাদা অনুমতি নিতে হবে। সরকার আরও জানিয়েছে, সৎকারে ২০ জনের বেশি জমায়েত করা যাবে না। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত। খোলা থাকবে এটিএম। মুদিখানা এবং বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত।