বালুরঘাট: ফের কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীদের বুথে ঢুকতে বাধা জনতার৷ বালুরঘাট লোকসভার কুশমন্ডি বিধানসভার ১১৪ নম্বর কেশবপুর ফ্রি প্রাইমারি স্কুলের ভোট কর্মীরা পৌঁছানোর পর গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি জানান৷ স্থানীয়দের বিক্ষোভের জেরে চূড়ান্ত সমস্যায় পড়েন ভোটকর্মীরা৷ অভিযোগ, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করেননি৷
এরপর ওই বুথ থেকে ভোটকর্মীরা ঐক্যমঞ্চের দারস্থ হন৷ ভোট কর্মীদের আশ্বাস্থ করা হয় ঐক্যমঞ্চের তরফে৷ সংগঠনের তরফে ভোটকর্মীদের জানানো হয়, কেন্দ্রীয় বাহিনী না আসা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে যান তাঁকা কোনও কাজ না করেন৷ উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে রিপোর্ট করার কথাও জানানো হয়৷
অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের দাবিতে এখন সন্ধ্যা আটটা নাগাদ বুথে তালা দিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ অভিযোগ, ভোট করাতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে সেক্টর অফিসে ভোটকর্মীরা ফোন করেও কোনও উত্তর পাননি৷
শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে সিইওকে বিস্তারিত জানিয়েছি৷ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে ফোনে জানিয়েছি এখনই ব্যবস্থা নেওয়ার জন্য৷ আমিদের আর্জি শুনে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন৷’’