বাঁকুড়া: লক্ষ্মীপুজোর আগে লক্ষ্মীলাভের আশায় জল ঢেলে দিল দলমার দামালকূল। বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া ও বেলিয়াতোড় রেঞ্জ এলাকায় গত কয়েক দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৮০ থেকে ৮৫ টি হাতির একটি দল। আর রাতের অন্ধকারে পাকা ধানের জমিতে নেমে খেয়ে ফেলছে বিঘার পর বিঘা ধান। ফলে চরম আতঙ্কিত ওই জঙ্গল লাগোয়া গ্রামগুলির কৃষিজীবী মানুষেরা।
সংশ্লিষ্ট এলাকার চাষিরা জানিয়েছেন, বর্ষাকালীন ধান চাষ করেই তাদের সংসার চলে। এবারে ফলনও ভাল হয়েছিল৷ কিন্তু সেই ফলন ঘরে তোলার মুখেই হাতির দল চলে এসেছে এলাকায়৷ বিঘার পর বিঘা জডমির ধান রাতের অন্ধকারে খেয়ে, ছড়িয়ে নষ্ট করছে হাতির দল৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফি বারই হাতির দল এলাকায় ঢুকে হামলা চালায়৷ ফসল নষ্ট করে৷ ঘরবাড়ি ভাঙে৷ কিন্তু পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া যায় না৷
সূত্রের খবর, বড়জোড়া রেঞ্জের ঝড়িয়া মৌজায় ৬০ টি, গদারডিহিতে ১৬ টি, বেলিয়াতোড় রেঞ্জের কাঁটাপেসিয়া ২ টি ও সাতখুলিয়াতে ১ টি হাতি রয়েছ৷ গত কয়েকদিন ধরেই হাতির দল হামলা চালাচ্ছে৷ ফলে আতঙ্কিত গ্রামবাসীরা৷ তাঁদের কথায়, লক্ষ্মীপুজোর মুখে মাঠের লক্ষ্মী ঘরে তুলবো কোথায়, সেখানে মাঠেই সব শেষ করে দিল দলমার দামালেরা৷ শেষ পাওয়া খবর পর্যন্ত, হাতির টচারটি দল এখনও সংশ্লিষ্ট এলাকায় রয়েছে৷ ফলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা৷ বন কর্তারা অবশ্য জানিয়েছেন, দলগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে৷