ফের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের, অশান্ত শান্তিপুর

ফের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয় মহিলাদের, অশান্ত শান্তিপুর

eb8067c5a3aa20bc956c4bfbe3a25953

 

শান্তিপুর: কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে শুরু হল বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে গর্জে উঠল গ্রামবাসীরা। নদীয়ার শান্তিপুরে এই নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। উত্তপ্ত হয়ে উঠেছে গোটা গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা‌। সেই কারণে এই বিক্ষোভ বলে জানা গিয়েছে।

আজ রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ। শনিবার সকাল থেকে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে ভোটের লড়াই। কোচবিহার, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, কালিম্পং; এই ছ’টি জেলায় আজ ভোট গ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে উত্তেজনার খবর। অশান্ত হয়েছে নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্র। সেখানে একটি গোটা গ্রামের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ করা হয়েছে।

e28604fe6fe31e271af5fab2f615bc30
বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনী

প্রতিবাদে গ্রামের মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন গ্রামবাসীরা। সকাল থেকে ওই গ্রামের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। না শুনলে ঘরে ঢুকে লাঠিচার্জ করছে কেন্দ্রীয়  বাহিনী, এমনটাই খবর স্থানীয় সূত্রে। গ্রামবাসীরা সকলেই ভিড় জমিয়েছেন রাস্তায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চাইছেন না গ্রামবাসীরা। তৈরি হয়েছে যথেষ্ট উত্তপ্ত এক পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *