ঝাঁটা, বটি, লাঠি হাতে মদের দোকান ভাঙলেন মহিলারা! ‘ভাত জোটে না, আবার মদ?’

ঝাঁটা, বটি, লাঠি হাতে মদের দোকান ভাঙলেন মহিলারা! ‘ভাত জোটে না, আবার মদ?’

মহিষাদল: মদের দোকান খোলায় অবনতি হচ্ছে এলাকার আইন-শৃঙ্খলা৷ বাড়ছে গার্হস্থ্য হিংসা৷ মূলত এই অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর মহিষাদলে অমৃতবেরিয়ার একটি মদের দোকান ভাঙচুর চালালেন স্থানীয় মহিলারা৷ গোটা দেশজুড়ে মদের দোকান খোলা নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা তৃণমূল সাংসদ দেব৷

লকডাউনের মধ্যে এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে ঝাঁটা, বটি হাতে মদের দোকান ভেঙে তছনছ করে দেন স্থানীয় মহিলারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যাওয়ার পুলিশকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয়রা৷ গোটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর মহিষাদলের অমৃতবেরিয়া৷

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সরকারি লাইসেন্স প্রাপ্ত একটি স্থানীয় মদের দোকানের কেন্দ্র করে৷ স্থানীয় মহিলাদের অভিযোগ, মদের দোকান খোলার পর থেকেই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে৷ বাড়ছে গার্হস্থ্য হিংসা৷ মধ্যপ্রাচ্যে তাদের দাবি নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি৷ আর সেই কারণে সোমবার ঝাটা, বটি, লাঠি, ইট দিয়ে মদের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিলেন মহিলারা৷ ঘরে ভাত জুটছে না, তখন গ্রামের পুরুষরা মদ কিনছেন৷ বাড়িতে গিয়ে অশান্তি করছেন৷ মূলত এই প্রতিবাদে মদের দোকান ভাঙচুর চালান স্থানীয় মহিলারা৷

ঘটনার কথা জানাজানি হতেই ঘটনাস্থলে যায় মহিষাদল থানার পুলিশ৷ সেখানেও পুলিশকে ঘড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ লকডাউন চলার ৪০ দিনের মাথায় গোটা দেশজুড়ে মদের দোকান খুলে দেওয়া হয়৷ মদের দোকান খুলতে লাইন দীর্ঘ লাইন জমে মদ্যপদের৷ সামাজিক দূরত্ব বিধি লাটে তুলে বাড়তে থাকে মদের দোকানে লাইন৷ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা দেব৷ লেখেন, ‘‘যাঁরা সামাজিক দূরত্ব বিধি নিয়ে উদ্বিগ্ন, তাঁদের বলব, মদের দোকানে কি বেশি হচ্ছে না?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =