কলকাতা: রাজ্যে লোকাল ট্রেন চালু করার বিষয়ে তত্পরতা দেখা দিয়েছে। তবে লোকাল ট্রেন চালু করার আগে ভিড় নিয়ন্ত্রণের দিকে জোর দিতে চাইছে প্রশাসন। সামাজিক দুরত্ব সহ একাধিক বিধি মেনে কী করে লোকাল ট্রেন চালানো সম্ভব, সেই বিষয়ে আলোচনা ও দফায় দফায় বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেল লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে। রেলের এই দু’টি জোন স্টেশন ওস্টেশন সংলগ্ন এলাকায় ভিড় সামাল দিতে যে সব পদক্ষেপ করেছে, এবার সেই পদক্ষেপগুলি গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে রেল চলাচল শুরু করার আগে কলকাতা ও শহরতলীর স্টেশন সংলগ্ন এলাকার কিছু পরিবর্তন করার কথা পরিকল্পনা করছে কেন্দ্র।
ট্রেনে বহু হকার খাদ্য সামগ্রী নিয়ে ওঠে। শুধু তাই নয়, স্টেশনেও অস্থায়ী দোকান করে চলে বেচা-কেনা। ভিড় এড়ানোর জন্য এই হকারদের সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পরিকল্পনা নেওয়া হলেও কীভাবে তা বাস্তবায়িত করা সম্ভব হবে, এই বিষয়ে কোনও সিদ্ধান্তে রেল মন্ত্রক আসতে পারেনি বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিটি স্টেশনে ঢোকা ও বের হওয়ার রাস্তা আলাদা করার পরিকল্পনা নিচ্ছে রেল মন্ত্রক বলে জানা গিয়েছে। এমনিতে লোকাল ট্রেনের প্রতিটি কামরায় ১৪৮৮ জন যাত্রীর ওঠার কথা। তবে করোনার সংক্রমণ এড়াতে এবার থেকে ইএমইউ ট্রেনের প্রতি কারমায় ৭০০-৭৫০ যাত্রী তোলার পরিকল্পনা রেলের।