নয়াদিল্লি: করোনা আবহে মেট্রোর পর এবার লোকাল ট্রেনেও কাউন্টার টিকিট বন্ধ হতে পারে৷ করোনা-কালে ভিড় এড়াতে বন্ধ থাকতে পারে কাউন্টার৷ তাহলে কাউন্টার বন্ধ থাকলে কীভাবে লোকাল ট্রেনের টিকিট পাবেন যাত্রীরা? ক্ষেত্রে মোবাইল অ্যাপের উপর জোর দিতে চায় রেল৷
সূত্রের খবর, লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও আগের মতো বুকিং কাউন্টার নাও খোলা খাকতে পারে৷ এর ফলে একদিকে যেমন বিভিন্ন স্টেশনের অসংরক্ষিত টিকিট বুকিং কাউন্টারে ভিড় কমবে, তেমন এড়ানো যাবে স্পর্শ৷ তাহলে বিকল্প কী? সূত্রের খবর, রেলের যে ইউটিএস অন মোবাইল অ্যাপ রয়েছে, তার মাধ্যমেই লোকাল ট্রেনের টিকিট বুকিংয়ে জোর দেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে৷ এই ব্যবস্থা কার্যকর হলে উপকৃত হবেন স্মার্ট ফোন ব্যবহারকারীরা৷
করোনা রুখতে দেশজোড়া লকডাউনে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন৷ বন্ধ শহর ও শহরতলির লোকাল ট্রেন চলাচল৷ সাম্প্রতিককালে মেট্রোর চাকা গড়ালেও লোকাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি৷ সিদ্ধান্ত হলে কীভাবে পরিষেবা চালু করা যায়, তা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা৷ কেননা, মেট্রোর মতো লোকালের ক্ষেত্রেও পরিকাঠামো এক নয়৷ ফলে, শহর ও শহরতলির রেল স্টেশনগুলিতে প্রবেশ-প্রস্থান নিয়ে ভাবছে রেল৷ ই-পাস চালু করা সম্ভব কি না, আইন-শৃঙ্খলাজনিত সমস্যা, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে মোবাইল অ্যাপ ব্যবহার, স্টেশনে টিকিট চেকিংয়ের সময় সংস্পর্শ এড়ানো, বুকিংয়ের ক্যাশ লেনদেন কমানোর মতো পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা শুরু বয়েছে৷