বড় খবর! পুজোর আগেই চালু লোকাল ট্রেন? রাজ্যের দিকে তাকিয়ে রেল

বড় খবর! পুজোর আগেই চালু লোকাল ট্রেন? রাজ্যের দিকে তাকিয়ে রেল

cf42a656ea557d3fb89a89656fd03397

 

কলকাতা: মেট্রোর পর এবার কি চালু হবে লোকাল ট্রেন? লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি শুরু রেল কর্তৃপক্ষের৷ সবকিছু ঠিকঠাক থাকলে মেট্রোর পর, পুজোর আগেই লোকাল ট্রেনের চাকা ফের গড়াতে পারে৷ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর রেল সূত্রে৷ সোমবার মেট্রো চলাচলের পর কী পরিস্থিতি হয় তা, বিবেচনা করে দেখার পর লোকাল ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে৷

গোটা দেশজুড়ে শুরু হয়েছে আনলক-৪ প্রক্রিয়া৷  আনলক-৪ পর্বে মেট্রো চলাচলে ছাড়পত্র দেওয়া হয়েছে৷ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এখনও লোকাল ট্রেন চলাচলে এখনও অনুমতি দেওয়া হয়নি৷ কিন্তু আনলক-৫ পর্বে অনুমতি মিললে কীভাবে, তা ফের চালু করা সম্ভব? ইতিমধ্যেই পর্যালোচনা শুরু করে দিয়েছে রেল কর্তৃপক্ষ৷ বিভিন্ন স্টেশনে ইতিমধ্যেই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গণ্ডী আঁকতে শুরু করেছে রেল কর্তৃপক্ষ৷ মেট্রো চলাচলের পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, সে দিকে নজর রাখার পর লোকাল ট্রেনের চলাচল এর প্রস্তুতি নিতে শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ৷

আজ দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সাংবাদিক বৈঠক করে করেন৷ সেখানে তিনি জানিয়েছেন, লোকাল ট্রেন নিয়ে যেহেতু সাধারণ যাত্রীদের প্রশ্ন রয়েছে, ফলে তাঁদের সমস্যা দূর করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ৷ তিনি জানিয়েছেন, পুজোর আগে লোকাল ট্রেন চালু করে দেওয়া যায় কিনা, সেই সম্ভাবনার কথা রেল ভাবছে৷ যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ মেট্রো চালু ক্ষেত্রে কয়েকটি পর্যায়ের মধ্যে ছিল রাজ্যের সঙ্গে আলোচনা৷ লোকাল ট্রেন চালু করার ক্ষেত্রে রাজ্য সরকারের সমালোচনা করবে রেল কর্তৃপক্ষ৷
ইতিমধ্যেই পূর্ব রেলের তরফের রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে আলোচনার জন্য৷

এবার দক্ষিণ-পূর্ব রেলের তরফের চিঠি পাঠিয়ে রেলের চালাচল করার বিষয়ে আলোচনা চাওয়া হয়েছে৷ আগামী সোমবার থেকে মেট্রো রেল পরিষেবা চালু হচ্ছে৷ সেখানে কী কী সমস্যা দেখা দিচ্ছে, কী কী করা প্রয়োজন, সেদিকে নজর রাখতে চলেছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল৷ পরিস্থিতি দেখে ধাপে ধাপে লোকাল ট্রেন চলাচলের ভাবনা শুরু হয়ে হবে বলে খবর৷ লোকাল ট্রেনে বিপুল যাত্রী ভিড় কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, তা নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করতে চাইছে রেল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *