চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে মারধর

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে মারধর

মালদহ: ফের হাতে আইন তুলে নিলেন কতিপয় মানুষ৷ ফলে নিদারুন অত্যাচারের শিকার হলেন মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গৌড় কলেজ সংলগ্ন এলাকায়৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম সরিফ শেখ৷ তিনি পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রল পাম্পের সামনে ঘোরাঘুরি করছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, তখনই চোর সন্দেহে অতি উৎসাহী কয়েকজন মানুষ ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।

ঘটনার জেরে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রল পাম্পের সামনের রাস্তায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় মঙ্গলবাড়ি ফাঁড়ির পুলিশ৷ তাঁরাই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান৷ ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যে গণ ধোলাইয়ের ঘটনায় নিতাই রবি দাস নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে৷

এই বিষয়ে মালদহের জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ‘‘যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তদন্তে একজনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *