কলকাতা: বইমেলার জন্য অতিরিক্ত বাস চালু করবে রাজ্য পরিবহণ দফতর৷ ১৯০ টি বাস চালানো হবে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য৷ এছাড়াও অনলাইনে বাসের বুকিংয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আগামী ৩১ জানুয়ারি থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হতে চলেছে আন্তর্জাতিক বইমেলা৷ বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগম ঘটে এই বইমেলায়৷ প্রতিবারই এই বইমেলার সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বইমেলা চত্বরে৷
রাস্তায় ভির ও যাত্রীদের যাতায়াতে সুবিধার জন্য বাড়ানো হবে বাসের পরিমাণ৷ বুধবার রাজ্যের পরিবহনমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে জানান, যেহেতু গত বছর থেকে বইমেলা চলে গিয়েছে সল্টলেকে তাই বইমেলা যাতে কোনোভাবেই তার নিজের জৌলুস হারিয়ে না ফেলে সে জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বাসের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷