‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বিদায় নিলেন সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: প্রতায় ‘নীলকণ্ঠ পাখির’র স্রষ্টা সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দুপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই বিশিষ্ট সাহিত্যিক৷ বয়স হয়েছিল ৮৫ বছর৷ পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ ১৯৩৪ সালে বাংলাদেশের ঢাকার রাইনাদি গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়৷ যৌথ পরিবারে কেটেছে তাঁর শৈশব ও কৈশর। দেশভাগের পর হয়েছেন ছিন্নমূল। কলকাতায় যাযাবরের

‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ বিদায় নিলেন সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: প্রতায় ‘নীলকণ্ঠ পাখির’র স্রষ্টা সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দুপুরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই বিশিষ্ট সাহিত্যিক৷ বয়স হয়েছিল ৮৫ বছর৷ পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷

১৯৩৪ সালে বাংলাদেশের ঢাকার রাইনাদি গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়৷ যৌথ পরিবারে কেটেছে তাঁর শৈশব ও কৈশর। দেশভাগের পর হয়েছেন ছিন্নমূল। কলকাতায় যাযাবরের জীবন কাটিয়েছেন তিনি৷ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন৷ প্রথম যৌবন থেকেই পেশার তাগিদে তিনি পৃথিবী ভ্রমণ করেছেন৷ কখনও নাবিক, কখনোবা ট্রাক-ক্লিনার, তো আবার কখনো স্কুল শিক্ষক৷ কারখানার ম্যানেজারিও করেছেন৷ আর সবশেষে করেছেন সাংবাদিকতা৷

দেশভাগ নিয়ে অতীনের সেরা লেখা  ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’ যার মধ্যে তার পুরো স্বত্তা ডুবে আছে। তাঁর বিখ্যাত উপন্যাস সিরিজে রয়েছে ‘মানুষের ঘরবাড়ি’, ‘অলৌকিক জলযান’ ও ‘ঈশ্বরের বাগান’। দেশভাগ নিয়ে অতীন উদ্বাস্তু পরিবারগুলিকে নিয়ে লিখেছেন একাধিক লেখা, জন্ম দিয়েছেন একাধিক চরিত্রের। সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন বঙ্কিম পুরস্কার , মানিক স্মৃতি পুরস্কার , সাহিত্য অকাদেমি সহ অজস্র পুরস্কারে। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া সাহিত্য মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =