কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে চলছে ভোট প্রস্তুতি। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে সাজো সাজো রব। ইতিমধ্যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে কমিশন, কিন্তু এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি কোনো দলই৷ এমতাবস্থায়, আজ শুক্রবার অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে৷
এবার একনজরে দেখে নাওয়া যাক, কারা পেতে পারেন বিজেপির টিকিট৷ সূত্রের খবর, খড়গপুর সদর থেকে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ৷ শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ৷ কসবা থেকে প্রার্থী হতে পারেন অভিনেত্রী রিমঝিম মিত্র৷ টালিগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন অঞ্জনা বসু৷ নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন শুভেন্দু অধিকারী৷ খরদহ থেকে প্রার্থী হতে পারেন শীলভদ্র দত্ত৷ বারাকপুর থেকে প্রার্থী হতে পারেন চন্দ্রমণি শুক্লা৷ শিলিগুড়ি থেকে রথীন্দ্রনাথ বোস, নাটাবাড়ি থেকে প্রার্থী হতে পারেন সঞ্জয় চক্রবর্তী, জলপাইগুড়ি থেকে জয়ন্ত রায় প্রার্থী হতে পারে৷
এছাড়াও, আলিপুরদুয়ার দশরথ তিরকে, মেদিনীপুর অন্তরা ভট্টাচার্য, শান্তিপুরের প্রার্থী হতে পারেন অরিন্দম ভট্টাচার্য, রানাঘাট উত্তর পূর্ব প্রার্থী হতে পারেন কল্যান চৌবে, যাদবপুরে প্রার্থী হতে পারেন শ্রাবন্তী চ্যাটার্জী, মানিকতলায় প্রার্থী হতে পারেন রাহুল সিনহা, দমদমের প্রার্থী হতে পারেন শমীক ভট্টাচার্য৷ এছাড়াও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মাফুজা খাতুন৷ বীজপুরে প্রার্থী হতে পারেন শুভ্রাংশু রায়৷