কলকাতা: ভোট ঘোষণা হয়ে গিয়েছে, ব্রিডেগের পর বামেদের প্রার্থী তালিকা নিয়ে অপেক্ষা ছিল আমজনতার৷ এবার সেই অপেক্ষা কাটাতে আগামি ৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরা৷ এবার ত্রিমুখী লড়াইয়ে কাদের উপর আস্থা রাখতে চলেছে বামফ্রন্ট? কারা পেতে পারেন বামেদের নির্বাচনী টিকিট?
সূত্রের খবর, বামেদের তালিকাতেও থাকছে বড় চমক৷ এবার নির্বাচনে লড়ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ এমনকি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আনিসুর রহমানের মতো নেতারা৷ তবে বামেদের প্রার্থী তালিকাতেও থাকছে একাধিক নতুন মুখ৷ তালিকায় রয়েছে ঐশী ঘোষ, শতরূপ ঘোষদের নাম৷ আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ আগামী ৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বামেরা৷ জানা গিয়েছে, নারায়ণগড় কেন্দ্র থেকে এবার সূর্যকান্ত মিশ্রের বদলে লড়তে পারেন সিপিএম নেতা তাপস সিনহা৷ চণ্ডীতলা থেকে লড়তে পারেন মহম্মদ সেলিম৷ শালবনী কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সুশান্ত ঘোষ৷ আর এক প্রবীণবাম নেতা বিশ্বনাথ চৌধুরীও এ বার আর প্রার্থী হচ্ছেন না৷ বালুরঘাটে তাঁর বদলে প্রার্থী হচ্ছেন সুচেতা বিশ্বাস৷তিনি লড়তে পারেন শালবনি আসন থেকে৷ দীর্ঘদিন পর নিজের খাসতালুকে ফিরেছেন তিনি৷
অন্যদিকে, প্রার্থীতালিকায় জায়গা পাচ্ছেন তপন ঘোষ, দেবলীনা হেমব্রম, তাপস সিনহার মতো ব্যক্তিত্ব। আরেক প্রাক্তন মন্ত্রী তপন ঘোষ প্রার্থী হচ্ছেন গড়বেতায়। আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম প্রার্থী হচ্ছেন রানিবাঁধ কেন্দ্র থেকে। তবে সূর্যকান্ত মিশ্রের পরিবর্তে নারায়ণগড় কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী হতে পারেন মধুজা সেনরায়। পাশকুড়ায় বর্তমান বিধায়ক ইব্রাহিম আলিকেই প্রার্থী করা হতে পারে। তবে এবার প্রার্থী তালিকায় একঝাঁক নতুন এবং তরুণ মুখকে এ বার দেখা যেতে পারে৷ তার মধ্যে সবথেকে এ ছাডাও টিকিট পেতে চলেছেন দেবজ্যোতি দাস, শতরূপ ঘোষের মতো ছাত্র নেতারাও৷
উল্লেখযোগ্য দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষের নাম৷ সূত্রের খবর, দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে সিপিএমের হয়ে দাঁড়াতে পারেন ঐশী৷ পাশাপাশি বাম মনোভাবাপন্ন কয়েকজন তারকাকেও এ বার টিকিট দেওয়া হতে পারে৷ ছোট পর্দার পরিচিত মুখ দেবদূত ঘোষকে এ বার প্রার্থী করতে পারে সিপিএম৷ তাছাড়া ২০১৬-র নির্বাচনে নিজেদের কেন্দ্র থেকে যাঁরা জিতেছিলেন, তাঁদের প্রায় সবাইকেই ফের টিকিট দেওয়া হচ্ছে৷ প্রত্যেকবারই ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে এগিয়ে থাকেন তৃণমূল নেত্রী৷ তবে এবার প্রার্থী তালিকা প্রকাশের নিরিখে দ্বিতীয় স্থানে থাকতে পারে বামেরা৷
ইতিমধ্যে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছে বামেরা। একাধিক আসন আইএসএফকে ছেড়েছে তাঁরা। অন্যদিকে কংগ্রেসকেও বেশ কয়েকটি আসন ছাড়া হয়েছে। প্রথম দু’দফায় ৬০ আসনের মধ্যে নিজেদের ভাগে থাকা আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা করবে বামফ্রন্ট। শরিকদের ভাগের আসনগুলিতে কংগ্রেস এবং আইএসএফ নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করবে। ইতিমধ্যে প্রথম দফার নির্বাচনের জন্য বিবৃতি জারি করছে নির্বাচন কমিশন৷ শীঘ্রই শুরু হয়ে যাবে মনোনয়ন প্রক্রিয়া৷ তাই আর দেরি করতে চায় না বামফ্রন্ট৷ সেই কারনেই দ্রুত প্রার্থী তালিকা সামনে আনা হবে৷