ঘূর্ণিঝড় ফেনির প্রভাবে বাতিল ট্রেনের তালিকা একনজরে

কলকাতা: ঘূর্ণিঝড় ফেনির জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। আনন্দবিহার টিআরএম স্টেশন থেকে পুরীগামী ১২৮৭৬ নীলাচল এক্সপ্রেস এবং ভুবনেশ্বরগামী ১২৮২০ সম্পর্কক্রান্তি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী ২২৮১২ রাজধানী এক্সপ্রেস, পুরীগামী ১২৮০২ পুরুষোত্তম এক্সপ্রেস, বিশাখাপত্তনামগামী ২২৪১৬ এপি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। হরিদ্বার থেকে পুরীগামী ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া এইচ নিজামুদ্দিন

ঘূর্ণিঝড় ফেনির প্রভাবে বাতিল ট্রেনের তালিকা একনজরে

কলকাতা: ঘূর্ণিঝড় ফেনির জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। আনন্দবিহার টিআরএম স্টেশন থেকে পুরীগামী ১২৮৭৬ নীলাচল এক্সপ্রেস এবং ভুবনেশ্বরগামী ১২৮২০ সম্পর্কক্রান্তি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। নয়াদিল্লি থেকে ভুবনেশ্বরগামী ২২৮১২ রাজধানী এক্সপ্রেস, পুরীগামী ১২৮০২ পুরুষোত্তম এক্সপ্রেস, বিশাখাপত্তনামগামী ২২৪১৬ এপি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। হরিদ্বার থেকে পুরীগামী ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

এছাড়া এইচ নিজামুদ্দিন স্টেশন থেকে বিশাখাপত্তনামগামী ১২৮০৮ সমতা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আজকের এই ট্রেনগুলি ছাড়াও ৪ তারিখের যশবন্তবন্তপুর থেকে পুরীগামী ২২৮৮৪ গরীবরথ এক্সপ্রেস, ৬ তারিখের মাইসোর থেকে হাওড়াগামী ২২৮১৮ মাইসোর-হাওড়া এক্সপ্রেস এবং ৭ তারিখের আজমির থেকে পুরীগামী ১৮৪২২ আজমির-পুরী এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে বিকেল থেকে হাওড়া-সেকেন্দ্রাবাদগামী সমস্ত ট্রেন বাতিল রাখা হচ্ছে৷ ২ মে বিকেল থেকে হাওড়া-চেন্নাইগামী ট্রেন বাতিল৷ ২ মে বিকেল থেকে হাওড়া বেঙ্গালুরুগামী ট্রেন বাতিল৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না করমণ্ডল এক্সপ্রেস৷ ২ মে হাওড়া থেকে ছাড়বে না কোস্টাল এক্সপ্রেস৷ ২ মে বিকেল থেকে ভুবনেশ্বর-পুরী ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে৷ ২ মে বিকেল থেকে ভদ্রক-বিজয়নগরমের মধ্যে ট্রেন বন্ধ থাকবে৷ একই সঙ্গে ৩ মে পুরী, ভুবনেশ্বর ছুঁয়ে যাওয়া সব ট্রেন বাতিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =