জামাইষষ্ঠীতে রেকর্ড মদ বিক্রি, টাকার পরিমাণ জানলে চমকে উঠবেন

জামাইষষ্ঠীতে রেকর্ড মদ বিক্রি, টাকার পরিমাণ জানলে চমকে উঠবেন

কলকাতা: জামাইষষ্ঠী মানেই জামাইদের জমিয়ে পেটপুজো। শ্বশুরবাড়িতে একেবারে কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু এ তো গেল পেটের কথা। এই বছরের জামাইষষ্ঠীতে জামাইদের পেটের পাশাপাশি যে মনের খেয়ালও রেখেছেন শ্বশুর-শাশুড়িরা তারই প্রমাণ মিলল সম্প্রতি। জামাইষষ্ঠীর দিনেই জানা গিয়েছিল খাবারের দোকানগুলোর পাশাপাশি বাজারের মদের দোকানেও জামাইষষ্ঠী উপলক্ষে ভিড় ছিল চোখে পড়ার মতো। আর তাই আশা করা হচ্ছিল এই বছরের জামাইষষ্ঠীতে রেকর্ড পরিমাণ বিক্রি হবে মদ। সেই আশায় জল ঢালেননি বাংলা জামাইরা। সম্প্রতি আবগারি দফতরের আধিকারিকদের হাতে যে তথ্য এসেছে তাতে কার্যত চোখ কপালে উঠেছে সকলের। জানা যাচ্ছে, শুধুমাত্র জামাই ষষ্ঠীর দিনই যে পরিমাণ মদ বিক্রি হয়েছে বাংলায় তা রীতিমতো বড়দিন কিংবা নিউ ইয়ারকে টেক্কা দেবে। পূজো-পার্বণ কিংবা বড়দিন নিউ ইয়ারের মত গুরুত্বপূর্ণ দিনগুলোতে দেশের অন্যান্য রাজ্যগুলির মতো আমাদের রাজ্য বাংলাতেও রেকর্ড হারে মদ বিক্রি হয় বটে, কিন্তু তাই বলে জামাইষষ্ঠীতে যে এত পরিমান মদ বিক্রি হতে পারে কার্যত বিশ্বাসই করতে পারছেন না আবগারি দফতরের আধিকারিকরা।

 সরকারি পরিসংখ্যান বলছে জামাইষষ্ঠীতে মদ বিক্রির প্রতিযোগিতায় কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে জেলাগুলি। ফার্স্ট বয় পূর্ব মেদিনীপুর। আবগারি দফতরের রেকর্ড অনুযায়ী এই জেলাতেই জামাইষষ্ঠীতে সর্বোচ্চ পরিমাণ মদ বিক্রি হয়েছে। হিসাব বলছে, পূর্ব মেদিনীপুরের ২৬৮ লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান থেকে প্রায় ৪ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকার মদ বিক্রি হয়েছে। তারমধ্যে দেশী মদ বিক্রি হয়েছে ৮৪ হাজার ২৩০ লিটার এবং বিদেশী মদ বিক্রি হয়েছে ২৭ হাজার ৭৬৬ লিটার। অন্যদিকে বিয়ার বিক্রি হয়েছে ৪৫ হাজার ৯৬৬ লিটার। পূর্ব মেদিনীপুরের পরেই অবস্থান কোচবিহারের। কোচবিহারে লাইসেন্সপ্রাপ্ত ৫৪ টি মদের দোকান থেকে প্রায় ১ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৪৪ টাকার মদ বিক্রি হয়েছে জামাইষষ্ঠীর দিন। তার মধ্যে দেশী মদ বিক্রি হয়েছে ৩৮ হাজার ৮৮৭ এবং বিদেশী মদ বিক্রি হয়েছে ৭ হাজার ২৪ লিটার।

 জামাইষষ্ঠীতে মদ বিক্রির হিড়িক দেখে রীতিমতো শতভাগ আবগারি দফতরের আধিকারিকরা। এই প্রসঙ্গে আবগারি দফতরের এক কর্তার কথায়, ‘বড়দিন কিংবা বর্ষবরণের রাতে রাজ্যে মদ বিক্রির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তবে জামাইষষ্ঠীতে যে এত পরিমান মদ বিক্রি বাড়তে পারে তা দেখে কিছুটা অবাক হয়ে গিয়েছি। এই বছরের জামাইষষ্ঠীতে মদ বিক্রির পরিমাণ কার্যত বড়দিনে, বর্ষবরণের রেকর্ডের সঙ্গে পাল্লা দিচ্ছে। সাধারণত এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + two =