পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! দামি হতে চলছে কারনসুধা

কলকাতা: পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! সম্ভবত বাড়তে চলেছে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দামবৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে৷ মদ প্রস্তুতকারী সংস্থাগুলি আবগারি দফতরের…

কলকাতা: পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ! সম্ভবত বাড়তে চলেছে মদের দাম। দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দামবৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে৷ মদ প্রস্তুতকারী সংস্থাগুলি আবগারি দফতরের কাছে এই মর্মে আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি, রাজ্য বাড়তে চলেছে আবগারি শুল্ক৷ এই দুটি বিষয় কার্যকর হলে অগাস্ট মাসের মাঝামাঝি থেকেই রাজ্যে মদের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷  প্রসঙ্গত, গত অর্থবর্ষে মদ বিক্রিতে রেকর্ড আয় করেছিল রাজ্য। সূত্রের দাবি, মদ ও বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় হয়েছিল রাজ্য সরকারের।