কলকাতা: করোনা পরিস্থিতিতে কয়েক গুণ বেড়ে গিয়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা৷ কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেনের এই চাহিদা মেটাতেই রাজ্যের দুই হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷
আরও পড়ুন- ভোট হিংসামুক্ত করে নজির গড়ুক বাংলা, ফের বিস্ফোরক রাজ্যপাল
আপাতত বেলেঘাটা আইডি এবং এমআর বাঙ্গুর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, হাসপাতালেই প্ল্যান্টের পরিকাঠামো গড়ে তোলা হবে। সেখানেই অক্সিজেন তৈরি হবে। ওই প্ল্যান্ট থেকে গোটা হাসপাতালে অক্সিজেন প্রদান করা হবে। আগামীদিনে রাজ্যের অন্যান্য কোভিড হাসপাতালগুলিতে এই পরিকাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে স্বাস্থ দফতরের৷ কোথায় এই প্ল্যান্ট বসানো হবে তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে৷ স্বাস্থ দফতরের এক আধিকারিক জানান, দুটি হাসাপাতালই পরিদর্শন করার পর প্ল্যান্ট স্থাপনের জায়গা চিহ্নিত করা হয়েছে৷
আরও পড়ুন- স্বাধীনতা দিবসেও ‘খুন-সংঘর্ষে’র রাজনীতি তৃণমূল-বিজেপির! বনধের ডাক
এমআর বাঙ্গুর হাসপাতালের সুপার শিশির নস্কর বলেন, ‘‘প্রতিটি সিলিন্ডারে ৭.১ কিউবিক মিটার অক্সিজেন থাকবে৷ প্রতিদিন ৫০০ থেকে ৭০০টি অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয়৷ করোনা পরিস্থিতিতে কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেনের চাহিদা কয়েক গুণ বেড়ে গিয়েছে৷ এই প্ল্যান্ট তৈরির পর আমরা অতিরিক্ত সহায়তা পাব৷’’
আরও পড়ুন- ছিল বিকেলে আমন্ত্রণ, সকালে রাজভবনে গিয়ে ‘আড্ডা’ মুখ্যমন্ত্রীর
আবার বেলেঘাটা আইডি হাসপাতালের এক আধিকারিকের কথায়, এতদিন খালি সিলিন্ডার সরিয়ে ওয়্যারহাউস থেকে ভর্তি সিলিন্ডার আনা হত৷ কিন্তু এই প্রকল্প চালু হলে পরিবহণ এবং শ্রমিক খরচ বাঁচবে৷
বেলেঘাটা আইডি হাসপাতালকে ভারতের একমাত্র কোভিড গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে উদ্যোগী হয়েছেন। এব্যাপারে আন্তর্জাতিকস্তর থেকেও পরামর্শ নেওয়া হয়েছে। এমনকী দিল্লির এইমস, পুণের ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেও প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নেওয়া হয়েছে বলে খবর৷