কলকাতা: ভীষণ গরমকে আপাতত বাইপাস করে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বর্ষণ হতে না হতেই বজ্রপাত এবং তাতে মৃত্যুর ঘটনা ঘটে গেল শহর কলকাতায়। প্রগতি ময়দান থানা এলাকার ধাপায় দুই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। আরও এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সকলেই ধাপায় কাজ করছিলেন সেই সময়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধাপায় কাজ করার সময় আচমকা বজ্রপাতে দুই মহিলা গুরুতর ভাবে আহত হন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, মৃতদের মধ্যে একজনের বয়স ৪৫ বছর এবং অন্যজনের বয়স ২৪। বজ্রপাতে আরও কেউ আহত হয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, অল্প বৃষ্টি শুরু হলেই কিছুক্ষণের মধ্যে বাজ পড়তে শুরু করে। কিছু বছর আগেও এমনটা দেখা যেত না। তাই এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে সকলকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”Sandstorm Rajasthan | মঙ্গলবার সন্ধ্যায় বেশ কিছুক্ষণ ধরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বালিঝড়।” width=”789″>
প্রসঙ্গত, শুক্রবার বিকেলের কিছু পর থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই বৃষ্টি এবং তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রাত ৯টা বা তার বেশি পর্যন্ত চলতে পারে। এতএব আজ রাতের দিকে মারাত্মক গরম যে থাকছে না তা স্পষ্ট। যদিও আবহাওয়া দফতরের এমন ইঙ্গিতও আছে যে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় রাত পর্যন্ত বৃষ্টি চলবে।