কলকাতা: আগামী অর্থবর্ষের জন্য রাজ্য বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ সেখানে চমক দিয়ে ৩ মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে মাশুল পুরোপুরি ছাড় প্রস্তাব বাজেট প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী৷ এতে রাজ্যে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারগুলি উপকৃত হবেন৷ কিন্তু, তিন মাসে ৭৫ ইউনিউ বিদ্যুৎ ফ্রি সত্যিই কি বড় ঘোষণা? আদৌ উপকার পাবেন সাধারণ জনতা? আসুন এক নজরে দেখেযাক গৃহস্থলীর হিসাব৷
এই মুহূর্তে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম ৩ মাসে বিদ্যুতের বিল পাঠিয়ে থাকে৷ তিন মাসের বিদ্যুৎ বিদ প্রতি মাসের হিসাব ধরে করা হয়৷ ফলে, আলাদা করে কোন মাসে কত বিদ্যুৎ ব্যবহার হয়েছে, তা মাপার যায় না চলতি ব্যবস্থায়৷ সেক্ষেত্রে মাসে ৭৫ ইউনিট বিদ্যুতের হিসাব কীভাবে তুলে ধরা হবে? আর যদি কোনও পরিবার ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে পুরো দাম দিতে হবে? তাহলে ছাড় কীভাবে চিহ্নিত হবে?
যদি কোনও বাড়িতে গড়ে ১৮ ঘণ্টা ১০০ ওয়াট আলো, একটি পাখা ব্যবহার করা হয়, বিদ্যুতের বিল হবে দিন প্রতি ১.৮ ইউনিটের কাছাকাছি৷ অর্থৎ ৩ মাসে ১৬২ ইউনিট৷ তাহলে, হিসাব কী হবে? তিন মাসে ৭৫ ইউনিট হিসাবে দিনে ০.৮৩ ইউনিটে বিদ্যুৎ বরাদ্দ হচ্ছে৷ অর্থাৎ ঘণ্টায় গড়ে ৪৬ ওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করা যাবে না৷ আর দিনে ০.৮৩ ইউনিটে বিদ্যুৎ আদৌও ব্যবহার করা সম্ভব? বিদ্যুতের ছাড় পেতে কি আলো-পাখা বন্ধ করে রাখতে হবে? প্রশ্ন তুলছেন আম জনতার একাংশ৷