Aajbikel

কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বইতে পারে ঝোড়ো হাওয়া

 | 
বৃষ্টি

কলকাতা: বৃষ্টি যেন পিছু ছাড়ছে না৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার। কালো মেঘে ঢেকেছে আকাশের মুখ৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পড়শি রাজ্যগুলিতে একটি শক্তিশালী অক্ষরেখা বিস্তৃত রয়েছে৷ জেরেই বাংলার আকাশে মেঘের ঘনঘটা। এই অক্ষরেখার জেরেই আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বইবে দমকা বাতাস। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে সতর্ক করা হয়েছে। রয়েছে বজ্রপাতের সতর্কতা।

সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলিতে৷ 

Around The Web

Trending News

You May like