Aajbikel

শীতের পড়ন্তবেলায় ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে দক্ষিণের কোন কোন জেলা? জানাল হাওয়া অফিস

 | 
বৃষ্টি

কলকাতা: হালকা শীতের আমেজ পণ্ড করে রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি৷ শীত বিদায়ের আগে আরও একদফা ভিজবে রাজ্যের জেলাগুলি৷ ঘূর্ণাবর্তের ফলে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে৷ যা থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের৷ তার জেরেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা৷

 হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে। বুধবার এই জেলাগুলির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি এলাকায়। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সরস্বতী পুডোর দিন এবং পরদিন বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ বৃষ্টি হবে উত্তরেও৷ দুই দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি হবে উত্তরের প্রায় সব জেলাতেই। বৃষ্টি থামার পর নতুন করে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই জানাচ্ছে আলিপুর৷ বরং ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা৷ 

Around The Web

Trending News

You May like