Aajbikel

মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, কেমন কাটবে জামাইষষ্ঠী?

 | 
বৃষ্টি

কলকাতা: আজও রাজ্যজুড়ে বৃষ্টির সতর্কতা৷ সন্ধের মধ্যেই ধেয়ে আসবে কালবৈশাখী৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন জেলায়৷ শনিবার বিকেলে এমনই পূর্বাভাস  দিলেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস। তার মাঝে একটাই প্রশ্ন কেমন কাটবে জামাইষষ্ঠী?

এদিন সন্ধ্যার বুলেটিনে বলা হয়েছে, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-তে আগামী চার-পাঁচদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে৷ আগামী কয়েকদিন বৃষ্টি হবে মালদহ এবং দুই দিনাজপুরেও।

এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ  ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়৷ কলকাতায় আজ ও আগামিকাল ঝড়বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রধান কারণ হল বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত তৈরি হওয়া অক্ষরেখা প্রভাব৷ তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে৷ বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ফলে বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিন বৃষ্টি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ 
 

Around The Web

Trending News

You May like