এবার বাড়ি বসেই মিলবে লাইফ সার্টিফিকেট! নয়া ব্যবস্থা ইপিএফও’র

এবার বাড়ি বসেই মিলবে লাইফ সার্টিফিকেট! নয়া ব্যবস্থা ইপিএফও’র

কলকাতা: এবার বাড়িতে বসেই মিলতে পারে লাইফ সার্টিফিকেট৷ সেই জীবন-প্রমাণপত্র পেনশনভোগীরা ব্যাঙ্কে জমা করাতে পারেন৷ গোটা এই প্রক্রিয়ায় সাহায্য করবে তথ্যমিত্র কেন্দ্র ও ভারতীয় ডাক বিভাগ৷ যদিও বাংলা সহায়তা কেন্দ্রের উত্থানে কিছুটা হলেও গুরুত্ব হারিয়েছে তথ্যমিত্র কেন্দ্র৷ শুধু সরকারি নয়, পিএফের আওতায় থাকা বেসরকারি সংস্থার পেনশনভোগীরা এই সুযোগ পাবেন বলে জানা গিয়েছে৷ লাইফ সার্টিফিকেট সংগ্রহ করতে গিয়ে প্রবীণদের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷

পেনশন তুলতে গেলে নভেম্বর-ডিসেম্বরে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার চাপ থাকে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে৷ ফলে ভিড় বাড়ে প্রবীণদের৷ করতে হয় দীর্ঘক্ষণ অপেক্ষা৷ কিন্তু, করোনা আবহে বাইরে এই কাজ বেশ ঝুঁকিপূর্ণ প্রবীণদের কাছে৷ আর পরিস্থিতিতে লাইফ সার্টিফিকেট জমার ক্ষেত্রে ঝঞ্ঝাটমুক্ত ব্যবস্থা করা হচ্ছে৷ বিকল্প হিসেবে এবার বাড়ি বয়ে পরিষেবা মিলবে সেই পরিষেবা৷

কিন্তু কীভাবে মিলবে বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরিষেবা? জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলায় প্রায় সাড়ে ১৭ হাজার তথ্যমিত্র কেন্দ্র রয়েছে৷ তৈরি হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র৷ পেনশনভোগীরা যে কোনও তথ্যমিত্র কেন্দ্রে থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে লাইফ সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে তা দাখিল করতে পারবে৷ চাইলে বাড়িতেও মিলতে পারে পরিষেবা৷ সেক্ষেত্রে তথ্যমিত্র কেন্দ্রের প্রতিধিরা বাড়িতে গিয়ে সেই কাজ করে দিতে পারে৷ কর্মীরা বাড়িতে গেলে খরচ পড়বে ৪০ টাকা৷ গ্রামীণ ডাক সেবকরা পেনশনভোগীরা বাড়ি থেকে লাইফ সার্টিফিকেট  সংগ্রহ করে পোস্ট অফিসে জমা করাবেন৷ তাতে খরচ হবে ৭০ টাকা৷ রাজ্যের ১০ হাজার ডাকঘরের শাখায় এই পরিষেবা মিলবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =