করোনা চিকিৎসায় লাগামছাড়া বিল, উদ্বিগ্ন বেতনভুক চিকিৎসকদের চিঠি

করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল বার বার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে  পূর্ব ভারতে বেসরকারি হাসপাতালের সংগঠনকে চিঠি দিলেন চিকিৎসকদের সংগঠন বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, এই লাগামছাড়া বিলের জন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। 

 

কলকাতা:  করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে লাগামছাড়া বিল বার বার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পূর্ব ভারতে বেসরকারি হাসপাতালের সংগঠনকে চিঠি দিলেন চিকিৎসকদের সংগঠন বেঙ্গল ডক্টরস ফোরাম৷ চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, এই লাগামছাড়া বিলের জন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে৷

আরও পড়ুন- করোনা আক্রান্ত রোগীকে অ্যাম্বুলেন্সে তুললেন বিডিও-ওসি, পরে গাফিলতিতে মৃত্যু!

চিকিৎসকদের সংস্থার তরফে জানানো হয়েছে, সংবাদের শিরোনামে বার বার উঠে আসছে করোনা আবহে হাসপাতালগুলিতে লাগামছাড়া বিল নেওয়ার ঘটনা৷ এছাড়া করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি নিয়ে রোগীর পরিবারের ওপর নানা ধরনের জোর জুলুম করা হচ্ছে। করোনার মতো এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এটা কখনও কাম্য নয়। তবে এই সব ঘটনায় কোনওভাবেই চিকিৎসকরা যুক্ত নন। তাঁরা হাসপাতালের বেতনভুক্ত কর্মচারী। তারপরেও সেই চিকিৎসকদের ওপর সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবিলম্বে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে চিকিৎসকদের সংগঠন পূর্ব ভারতে বেসরকারি হাসপাতালের সংগঠনকে অনুরোধ জানিয়েছে৷

আরও পড়ুন- SSC কবে হবে ভাই? উত্তরে বার্ধক্যভাতার ‘জোকস’ শোনালেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু

পাশাপাশি চিকিৎসকদের সংগঠন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখেছেন৷ সেখানে করোনার চিকিৎসায় যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা করোনা হাসপাতাল তৈরির দাবি জানানো হয়েছে৷ মুখ্যসচিবকে লেখা চিঠিতে জানানো হয়েছে, করোনাযোদ্ধাদের জন্য প্রতি জেলায় চতুর্থ স্তরের করোনা হাসপাতাল তৈরি করা প্রয়োজন৷ সাধারণ মানুষের সেবা করতে গিয়ে চিকিৎসকরা বা স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন৷ তাঁদের আবার টাকা দিয়েই চিকিৎসা করাতে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =