‘আপনার সহকর্মী’ শুভেন্দু ‘প্রতিহিংসা’র ভয় পাচ্ছেন! মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

‘আপনার সহকর্মী’ শুভেন্দু ‘প্রতিহিংসা’র ভয় পাচ্ছেন! মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

কলকাতা: বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তৃণমূলের সদস্যপদ ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করেন শুভেন্দু৷ নন্দীগ্রামের দাপুটে এই নেতার আশঙ্কার কথা জানিয়ে এবার মুখ্যমন্ত্রীকে উদ্বেগের কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বৃহস্পতিবার শুভেন্দির চিঠির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি লেখেন রাজ্যপাল৷ নয়া এই চিঠি ঘিরে সপ্তমে উঠতে চলেছে রাজভবন–নবান্ন সংঘাত!

বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যপাল চিঠি পাঠিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা মামলায় তাঁকে ও তাঁর অনুগামীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ শুভেন্দু অধিকারীর চিঠির পর সক্রিয় হয়ে ওঠেন রাজ্যপাল৷ ওই দিন টুইট করে তার ইঙ্গিত দেন রাজ্যপাল৷ পরে আজ বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রীকে ‘সতর্ক’ করে পাঠালেন চিঠি৷

 

মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল তার প্রতিলিপি টুইট করেন৷ চিঠিতে শুভেন্দুকে ফাঁসানোর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে নজর রাখতে পরামর্শ দেন রাজ্যপাল৷ দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি৷ লেখেন, ‘‘রাজ্য ‌প্রশাসনে শুদ্ধিকরণ প্রয়োজন৷ আপনার দীর্ঘ দিনের সহকর্মী প্রতিহিংসার ভয় পাচ্ছেন৷ আপনি আইন এবং  সংবিধানের মান রাখবেন, এটা আশা করি৷ বিরোধীদের মিথ্যে মামলায় জড়ানো গণতন্ত্রের পরিপন্থী৷’’

এর আগে রাজ্যপালকে চিঠি পাঠিয়ে শুভেন্দু দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে মিথ্য মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ এ বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ প্রার্থনা করেন শুভেন্দু৷ এরপর আজ দু’‌পাতার চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠালেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =