কলকাতা: আপার প্রাইমারি ফর্ম ফিলাপ হয় ২০১৪ সালে, পরীক্ষা হয় ২০১৫ সালে, টেটের ফল প্রকাশিত হয় ২০১৬ সালে এবং মেরিট লিস্ট প্রকাশিত হয় ২০১৯ সালে। কিন্তু হাইকোর্টের নির্দেশে বাতিল হয় মেরিট লিস্ট৷ নতুন করে নিয়োগপ্রক্রিয়া চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আদালতের এই নির্দেশের পর দীর্ঘ ৭ বছর বিলম্বিত উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু ও শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যরা৷
আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের দাবি, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুত হস্তক্ষেপ করুক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অতি দ্রুত কোনও যোগ্য প্রার্থীকে বঞ্চিত না করে গেজেট বিধি অনুযায়ী আগামী দু-এক মাসের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানানো হয়েছে চাকরিপ্রার্থী মঞ্চের৷ তবে একই সঙ্গে দীর্ঘ সাত বছরের ঘোষিত শূন্যপদের (১৪৩৩৯) সঙ্গে আদালতে উল্লেখ করা ৫০০১টি এবং বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দফতরের অনুমোদিত আরও ৫১০৮টি শূন্যপদ বৃদ্ধি করে নিয়োগের দাবি তুলেছেন চাকরিপ্রার্থী মঞ্চের প্রতিনিধিরা৷
আজ এই ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন কয়েকশো সফল চাকরিপ্রার্থী৷ আপার চাকরিপ্রার্থীরা SSC অফিস থেকে করুনায়ময়ী বাসস্ট্যান্ড পর্যন্ত মহামিছিল করেন। প্রায় ৩০০-র বেশি প্রার্থী মঞ্চের এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন। মঞ্চের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আগামী দিনে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। ডেপুটেশন গ্রহণের সময়, কমিশন নবনিযুক্ত চেয়ারম্যান শুভশঙ্কর সরকার ও সেক্রেটারি অশোক কুমার সাহা উপস্থিত ছিলেন।