কলকাতা: শীতলকুচির ঘটনায় নিরপেক্ষ কোনও এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানালো রাজ্য বিজেপি। বিজেপির পক্ষ থেকে স্বপন দাস গুপ্ত কলকাতায় আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে শীতলকুচির ঘটনার একটি অডিও টেপ প্রকাশ করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সেই অডিও টেপের একটি কপি কমিশনে জমা দিয়ে সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানায় বিজেপি। অডিও টেপে মুখ্যমন্ত্রী ও শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ রায় বর্মনের কণ্ঠস্বর শোনা যায়। এদিন শিশির বাজোরিয়া সাংসদ অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন।
এদিন শিশির বাজারিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একজন বিদায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসপি এবং আইসিকে ফাঁসানোর কথা বলছেন। এর থেকে খারাপ কিছু হতে পারে না। অন্যদিকে তিনি উল্লেখ করেছেন যে মৃতদেহ নিয়ে মিছিল করা হবে, পুলিশের কাছে বয়ান যেন কেউ না দেয় সেই নির্দেশ দিয়েছেন, আবার মৃতেরা সবাই তৃণমূল কংগ্রেস কর্মী বলেও দাবি করেছেন। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অশান্তির তৈরি করার চেষ্টা করছেন, এমনই দাবি করেছে ভারতীয় জনতা পার্টি শিবির।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং সাংসদ তথা চুঁচুড়ার প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এই অডিও ক্লিপ প্রকাশ করেন। অডিও ক্লিপে যে কথাগুলো শুনতে পাওয়া যাচ্ছে তা শুনে বোঝা যাচ্ছে যে শীতলকুচিতে যারা মারা গিয়েছেন তাদের নিয়ে কথা বলছেন দুজনে। একইসঙ্গে মহিলাকণ্ঠ জানাচ্ছেন যে ভালো করে মামলা দায়ের করতে হবে এবং আইনজীবী মারফত মামলা দায়ের করাতে হবে নিজেদের মতো করলে হবে না। অন্যদিকে মৃতদেহ নিয়ে মিছিল করার কথা বলতেও শোনা যাচ্ছে ওই মহিলা কন্ঠকে।