ভোটের উত্তাপেও পালিত লেনিনের জন্ম দিবস

কলকাতা: আজ সোমবার ভিআই লেনিনের ১৫০তম জন্ম দিবস। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ১৮৭০ সালে ২২ এপ্রিল তৎকালীন রাশিয়ার সিমবির্স্ক শহরে জন্মগ্রহণ করেন। জারশাসিত রাশিয়ার বুকে তাঁর নেতৃত্বেই প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। শ্রমিকশ্রেণিকে সাম্রাজ্যবাদী শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর মুহূর্ত চয়ন করার যে সূত্র কমরেড

ভোটের উত্তাপেও পালিত লেনিনের জন্ম দিবস

কলকাতা: আজ সোমবার ভিআই লেনিনের ১৫০তম জন্ম দিবস। ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন ১৮৭০ সালে ২২ এপ্রিল তৎকালীন রাশিয়ার সিমবির্স্ক শহরে জন্মগ্রহণ করেন। জারশাসিত রাশিয়ার বুকে তাঁর নেতৃত্বেই প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

শ্রমিকশ্রেণিকে সাম্রাজ্যবাদী শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর মুহূর্ত চয়ন করার যে সূত্র কমরেড লেনিন দিয়েছিলেন, তা মার্কসবাদের বিকাশে তাঁর অনন্য অবদান হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে কমরেড লেনিনের এই চিরস্মরণীয় অবদানের কথা মনে রেখেই পৃথিবীর দেশে দেশে তাঁর জন্ম দিবস উদ্‌যাপন করা হয়ে থাকে। সোমবার কলকাতা সহ পশ্চিমবাংলার সর্বত্র লেনিনের জন্ম দিবস মর্যাদার সঙ্গে উদ্‌যাপিত হল। সকাল সাড়ে দশটায় ধর্মতলায় লেনিন মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমরেড লেনিনের জন্ম দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − eight =