উত্তরবঙ্গে ধারাবাহিক শিশু মৃত্যুর ঘটনায় আন্দোলনে বামেরা, ধুন্ধুমার স্বাস্থ্য ভবনে

উত্তরবঙ্গে ধারাবাহিক শিশু মৃত্যুর ঘটনায় আন্দোলনে বামেরা, ধুন্ধুমার স্বাস্থ্য ভবনে

 

কলকাতা: উত্তরবঙ্গে ধারাবাহিক শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের চরম উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল বামেরা। মিছিল স্বাস্থ্য ভবনে যাওয়ার আগে আটকে দেয় পুলিশ। রাস্তায় বসে যায় বিক্ষোভকারীরা। পরে আন্দোলনকারীদের হঠাতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ৷ সবমিলিয়ে ধুন্ধুমার কান্ড স্বাস্থ্য ভবনের সামনে। বেশ কয়েকজন বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।

উত্তরবঙ্গে ধারাবাহিক শিশু মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের চরম উদাসীনতার প্রতিবাদে আজ সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভের ডাক দেয় বামেদের ছাত্র, যুব, মহিলা সংগঠন এর পক্ষ থেকে। টেকনো ইন্ডিয়ার সামনে জমায়েত হয়ে মিছিল শুরু করলে স্বাস্থ্য ভবনের যাওয়ায় কিছুটা আগে মিছিল আটকে দেয় পুলিশ। পুলিশ মিছিল আটকালে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভ কারীদের। ঘটনাস্থলে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

আন্দোলনকারীদের অভিযোগ, উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ সহ একাধিক হাসপাতালে ক্রমেই বাডছে অজানা জ্বরে শিশু মৃত্যুর ঘটনা৷ অথচ সরকার উদাসীন৷ তাঁদের অভিযোগ, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের উন্নয়নের টাকা নেই ওদিকে উনি গোয়া সফর করে বেড়াচ্ছেন৷ গত ১০ বছরে রাজ্যে শুধু হাসপাতাল ভবনই নির্মাণ হয়েছে৷ কিন্তু চিকিৎসা পরিষেবার উন্নতি দূরে থাক আরও অবনতি হয়েছে৷ তারই জেরে গত দেড় মাসে প্রায় শতাধিক শিশু মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে৷ অথচ সরকারের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷

অবিলম্বে এবিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ না করলে আগামীদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =