বামেদের হরতালে ব্যহত শিয়ালদহ শাখার রেল চলাচল, উত্তপ্ত জেলা, প্রভাব নেই কলকাতায়

বামেদের হরতালে ব্যহত শিয়ালদহ শাখার রেল চলাচল, উত্তপ্ত জেলা, প্রভাব নেই কলকাতায়

 

কলকাতা:  কর্ম সংস্থান, রাজ্যে নতুন শিল্প সহ একাধিক দাবিতে গতকাল নবান্ন অভিযান করে দশটি বাম যুব সংগঠন৷ তাঁদের এই অভিযানকে কেন্দ্র করে ধু্ন্ধুমার কাণ্ড বাঁধে এনএস ব্যানার্জী রোডে৷ রক্তাক্ত হয় বহু বাম নেতা৷ এই ঘটনায় পুলিশি ভূমিকার প্রতিবাদ জানিয়ে ধর্মঘটের ডাক দেয় বামেরা৷ শুক্রবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল বনধের মিশ্র ছবি৷ 

আরও পড়ুন- শুভেন্দু নয়, নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান অমিত শাহ: চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

বামেদের ডাকা বনধে ব্যপক প্রভাব পড়েছে শিয়ালদহ শাখার ট্রেন চলাচলে৷ শিয়ালদহের দক্ষিণ শাখার যাদবপুর স্টেশনে রেল অবরোধ করে বাম সমর্থকরা৷ এই আন্দোলনে সামিল হন খোদ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাসনাবাদা, কাঁচরাপাড়া-সহ একাধিক স্টেশনে রেল অবরোধ করা হয়৷ সকালে কাজে বেরিয়ে হয়রান হতে হয় নিত্য যাত্রীদের৷ 

বনধের তেমন প্রভাব পড়েনি ধর্মতলা, রাসবিহারী সহ অন্যান্য এলাকায়৷ স্বাভাবিক ভাবেই চলছে সরকারি ও বেসরকারি বাস, ট্যাক্সি, অটো৷ তবে বামেদের ডাকা ১২ ঘণ্টার বনধের প্রভাব পড়েছে রাজ্যের জেলাগুলিতে৷ সকাল ৮টা নাগাদ বনধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসতের চাঁপাডালি মোড়৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কর্মী সমর্থকরা৷ অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে৷ যাঁরা দোকান খুলেছিলেন তাঁদেরও দোকান বন্ধ করার হুমকি দেওয়া হয়৷ এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ 

উল্টোডাঙ্গায় রাস্তার উপর অবস্থান বিক্ষোভ শুরু করে বাম সমর্থকরা৷ রাস্তার উপর ফুটবলও খেলা হয়৷ যার জেরে ব্যহত হয় যান চলাচল৷ অন্যদিকে, লেকটাউনে কালিন্দি–যশোহর রোড অবরোধ করে বনধ পলান করা হয়৷ পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দে৷ আবার যাদবপুরে ৮বি বাসস্ট্যান্ড থেকে বেরয় মিছিল৷ এদিন সকালে কলকাতার রাস্তায় যানবাহনের সংখ্যা সামান্য কম থাকলেও বেলা বড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়তে থাকে৷

আরও পড়ুন- ক্ষমতায় এলে পাতাল থেকেও গুণ্ডা খুঁজে বের করবে বিজেপি, হুঙ্কার অমিত শাহের

কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখায় যাদবপুরের পাশাপাশি ডায়ন্ডহারবার লাইনে বনধের প্রভাব বেশ পড়েছে৷ দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝে ওভার হেডে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন৷ আবার শিয়ালদহ–বনগাঁ শাখার বামনগাছি, গুমা, বিড়া স্টেশন ও অশোকনগরের তিন নম্বর গেটে দফায় দফায় চলে বামেদের অবরোধ, রেল রোকো। 

সেদিন থেকে তুলনামূলক ভাবে স্বাভাবিক রয়েছে হাওড়া শাখার রেল চলাচল৷ তবে ডোমজুড়ে রেল লাইনে গাছের গুঁড়ি ফেলার খবর পাওয়া গিয়েছে৷ স্বাভাবিক রয়েছে হাওড়া স্টেশন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 9 =