সংঘাত ভুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক বাম নেতৃত্বের

সংঘাত ভুলে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক বাম নেতৃত্বের

e53185c79155de2091845abe773ebfb7

 

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনার তাণ্ডবে তোলপাড় গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতে৷ পিছিয়ে নেই বাংলা৷ ইতিমধ্যেই করোনা থাবা বসিয়েছে বাংলায়৷ প্রভাব পড়েছে অর্থনীতিতেও৷ মহামারীর এই পরিস্থিতির জেরে আপাতত সমস্ত রাজনৈতিক মতাদর্শ ভুলে করোনা মোকাবিলায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করোনা পর্যালোচনা বৈঠকে বসলেন বাম নেতৃত্ব৷ এদিন বৈঠক থেকে ১৭ দফা দাবি তুলে ধরেন বাম নেতৃত্ব৷

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ নবান্নে হাজির হন বাম৷ বামেদের আর্জি মেনে নবান্ন মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেছেন৷ বৈঠকে রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ অন্য বাম নেতৃত্ব৷ রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব রাজীব সিনহা, পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে অংশ নিয়েছেন৷

আজ বিকেল চারটে নাগাদ নবান্নে বাম নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকের বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য, নরেন চট্টোপাধ্যায় উপস্থিত হয়ে নিজের মতামত তুলে ধরেন৷ করোনা পরিস্থিতির জন্য কিছু পারমার্শ, মতামত দেওয়ার জন্য আলোচনার ঢাকা দেন বাম নেতৃত্ব৷ আলোচনার জন্য বামেদের আর্জি জানানো হয়, সেই আর্জি মেনে মুখ্যমন্ত্রী আজ বৈঠকে বসেন৷ করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে ও আরও কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিয়েও মূলত আলোচনা হয়৷ এদিনের বৈঠকে বামেদের তরফে জানিয়ে দেওয়া হয়, রাজ্য সরকার অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক৷ একইসঙ্গে তাঁদের অর্থনৈতিক বিষয়টিও রাজ্য সরকার বিবেচনা করে দেখুন৷ করোনা মোকাবিলায় ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও নার্সরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সেবা করছেন, তাঁরা যেন কোনও ভাবেই সংক্রমিত না হন, তা নিশ্চিত করতে হবে৷ এছাড়াও একগুচ্ছ সুপারিশ করা হয়েছে ভাব বাম নেতৃত্বের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *