পুরভোটে তারুণ্যই ভরসা বামেদের, প্রার্থী তালিকায় গুচ্ছ নতুন মুখ

পুরভোটে তারুণ্যই ভরসা বামেদের, প্রার্থী তালিকায় গুচ্ছ নতুন মুখ

কলকাতা: কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷ এর পরেই চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বামফ্রন্ট৷ আজ প্রার্থী তালিকা ঘোষণা করল দল৷ তরুণ মুখেই ভরসা রাখল বাম নেতৃত্ব৷ 

আরও পড়ুন- তৃণমূলের প্রার্থী তালিকা পরিবারতন্ত্রের ছায়ায়! টিকিট পেলেন খোদ মমতার ভাতৃবধূ!

কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে উপনির্বাচনে একলা চলো নীতি নিয়েছিল বামফ্রন্ট৷ অন্যদিকে,তৃণমূলকে সংর্থন করে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস৷ পুরভোটেও জোট বাঁধল না বাম-কংগ্রেস৷ বলা হয়েছে জোটের বিষয়ে আলিমুদ্দিন বা বিধানভবন কোনও রকম হস্তক্ষেপ করবে না৷ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় নেতৃত্ব৷ তবে কিছু ওয়ার্ড বাদ রেখে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট৷ এই ওয়ার্ড গুলিতে প্রার্থী দিতে পারে কংগ্রেস৷ কোনও নির্দল প্রার্থী দাঁড়ালেও তাঁকে সমর্থন করতে পারে  দল৷ 

এদিকে, বামেদের প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার৷ জানা গিয়েছে, রত্না রায় মজুমদার, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, ফৈয়াজ আহমেদ খান, মধুছন্দা দেবের মত নেতা নেত্রীদের পাশাপাশি বাম প্রার্থী হয়েছেন বাইশ বছরের শাকিব আখতার৷ ৬৬ নম্বর ওয়ার্ডে বামেদের হয়ে দাঁড়িয়েছেন সবচেয়ে কম বয়সি এই প্রার্থী৷ বিধানসভা ভোটে হেভিওয়েট আসনগুলিতে ঐশী, মীনাক্ষী, সৃজনের মতো তরুণ নেতাদের প্রার্থী করেছিল বামেরা৷ উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো প্রার্থীদের বিরুদ্ধে বামেদের মুখ ছিল তরুণ নেতা শ্রীজীব বিশ্বাস৷

ফলে বাম নেতৃত্ব যে আগামী দিনে তরুণদের সামনে রেখেই দলকে এগিয়ে নিয়ে যেতে চলেছে তা প্রায় স্পষ্ট৷ কলকাতা পুর ভোটেও তরুণ মুখই বামেদের অস্ত্র৷ কলকাতা পুরভোটে বাইশ, তেইশের তরুণদের সামনে নিয়ে আসতে চাইছে বামফ্রন্ট৷ সেই সঙ্গে বাম প্রার্থী তালিকায় গুরুত্ব পেয়েছে মহিলারাও৷ ১২০ ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সিপিএম৷ তার মধ্যে ৫৬ জন মহিলা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =