কলকাতা: শিক্ষা ক্ষেত্রে বঞ্চনাসহ একাধিক অভিযোগে বাগদেবী সরস্বতীর পুজোর দিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন পার্শ্ব ও মাদ্রাসা শিক্ষক, শিক্ষাকর্মীরা। বেশ কয়েকদিন ধরেই একাধিক স্থানে দেখা যাচ্ছে শিক্ষামহলের অসন্তোষের ছবি। ভোটের আগে এই আবহেই এবার শিক্ষক নিয়োগ ও অন্যান্য বিষয়ে দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল বাম-কংগ্রেস জোট।
অবিলম্বে শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতার ভিত্তিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ এবং শিক্ষাবৃত্তির ক্ষেত্রে সর্বভারতীয় বেতনক্রম চালু করতে হবে, এদিন এমনটাই দাবি জানিয়েছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে গতকাল মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। শিক্ষাক্ষেত্রে নানা বিষয়ে মোট ৬ দফা দাবি মুখ্যমন্ত্রীর দরবারে পেশ করেছেন তাঁরা। সেই সঙ্গে একাধিক সরকারি নীতির সমালোচনাও করা হয়েছে বলে জানা গেছে সূত্রের খবরে।
৬ দফা দাবির শুরুতেই স্বাস্থ্যবিধি মেনে রাজ্যের স্কুলগুলি খোলার ব্যবস্থা করার কথা বলেছেন বাম-কংগ্রেস নেতৃত্ব। এছাড়া চিঠিতে বলা হয়েছে, সিনিয়র প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন বৈষম্য দূর করার জন্য গ্রেড পে বৃদ্ধি সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম ২০০৮ চালু করার দাবিও জানানো হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন রিভিশন এবং শিক্ষকদের বদলি নীতি চালু করতে হবে বলে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সুজন চক্রবর্তী এবং আবদুল মান্নান।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সিনিয়র শিক্ষকদের সঙ্গে নতুন শিক্ষকদের বেতন রীতি অনেকক্ষেত্রেই বৈষম্যমূলক বলে দাবি করে সরকারের সমালোচনা করেছে বাম-কংগ্রেস জোট। চিঠিতে বলা হয়েছে একাধিক বার এই দাবিগুলি সরকারের দফতরে জমা দেওয়া হয়েছে, কিন্তু সরকার একে গুরুত্ব দিচ্ছে না।