কলকাতা: চলছে ভোট গণনা। আজ রবিবার পাঁচ রাজ্যের ভাগ্য নির্ধারণের দিন। সকাল ৮টা থেকে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনার কাজ। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২০১টি আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে ৮৫টি আসনে। তবে কার্যত শোচনীয় অবস্থা সংযুক্ত মোর্চার। দু-একজন বাদ দিয়ে মোর্চার প্রায় সকল প্রার্থীই ভোটের নিরিখে রয়েছেন যথেষ্ট পিছিয়ে।
দক্ষিণ ২৪ পরগনার বাম দুর্গ হিসেবে পরিচিত যাদবপুর কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। পাশের কেন্দ্র কসবাতে পিছিয়ে রয়েছেন যুব বাম প্রার্থী শতরূপ ঘোষ। রাজারহাট নিউটাউন কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বর্ষীয়ান নেতার পুত্র বাম প্রার্থী সপ্তর্ষি দেব। টালিগঞ্জের পিছিয়ে রয়েছে বাম প্রার্থী দেবদূত ঘোষ। বালিগঞ্জ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন বাম প্রার্থী ডা. ফুয়াদ হালিম। শিলিগুড়িতে কার্যত হারের মুখে বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। আমতা কেন্দ্র পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অসিত মিত্র। দমদম উত্তর কেন্দ্রে পিছিয়ে বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
নন্দীগ্রামে প্রচারে নজর কাড়লেও ইভিএম মেশিনে খড়কুটো ছাড়া আর কিছুই আগলাতে পারলেন না সিপিআইএমের নবীন নেত্রী মীনাক্ষী মুখার্জি। জামুরিয়া কেন্দ্রে পিছিয়ে রয়েছেন আর এক নবীন বাম নেত্রী ঐশী ঘোষ। সিঙ্গুর কেন্দ্রে যথেষ্ট পিছিয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। চন্ডীতলা কেন্দ্রে পিছিয়ে রয়েছে প্রবীণ নেতা মহম্মদ সেলিম। বালি কেন্দ্রে তৃণমূলের থেকে পিছিয়ে থাকলেও বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার থেকে এগিয়ে রয়েছেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। রাজ্যজুড়ে অত্যন্ত শোচনীয় অবস্থা সংযুক্ত মোর্চার। শুধু পিছিয়েই নয়, ভোটের মার্জিনেও রয়েছে আকাশ-পাতাল তফাৎ।