বাম ব্রিগেড: খোলা আকাশের নিচে রাত কাটাবেন ২০ হাজার কর্মী

কলকাতা: রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের৷ আজ শনিবারই সমাবেশের মাঠে রাত কাটাতে চলেছেন হাজার কুড়ি বাম-কর্মী৷ দূরের জেলা থেকে যাঁরা সমাবেশে যোগ দেবেন, তাঁদের রাত কাটানোর জন্যই মাঠের একপাশে থাকার ব্যবস্থা হয়েছে৷ ময়দানের পরিবেশ রক্ষার কথা ভেবে খাবারদাবার অবশ্য মাঠে রান্না হবে না৷ বাইরে থেকে তৈরি করে এনে পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতৃত্ব৷ কর্মীদের রাত্রিবাসের সুবিধায়

2ee2211b702ece2f686c57f4821f8263

বাম ব্রিগেড: খোলা আকাশের নিচে রাত কাটাবেন ২০ হাজার কর্মী

কলকাতা:  রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের৷ আজ শনিবারই সমাবেশের মাঠে রাত কাটাতে চলেছেন হাজার কুড়ি বাম-কর্মী৷ দূরের জেলা থেকে যাঁরা সমাবেশে যোগ দেবেন, তাঁদের রাত কাটানোর জন্যই মাঠের একপাশে থাকার ব্যবস্থা হয়েছে৷ ময়দানের পরিবেশ রক্ষার কথা ভেবে খাবারদাবার অবশ্য মাঠে রান্না হবে না৷ বাইরে থেকে তৈরি করে এনে পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতৃত্ব৷

কর্মীদের রাত্রিবাসের সুবিধায় প্রয়োজনীয় সব বন্দোবস্তেরই চেষ্টা চলছে৷ মোটা চাদর আর কম্বলের ব্যবস্থা করা হয়েছে৷ সরকারি নিয়মবিধি মেনে বাম ব্রিগেডের প্রস্তুতি চলছে কিনা, নজর রাখছে ময়দান থানার পুলিশও৷ নিরাপত্তা জোন কতটা জায়গা জুড়ে হবে, তা নিয়ে শুক্রবার বিকেলে মাঠেই পুলিশ এক দফা আলোচনা সেরে নেয় বাম নেতাদের সঙ্গে৷ মঞ্চ তৈরির কাজ এখনও কিছুটা বাকি৷ মাঠের বিভিন্ন জায়গায় মাইক বাঁধার কাজ চলছে৷ ব্যারিকেড তৈরির কাজও শেষ হয়নি৷ তবে সিপিএম নেতৃত্বের দাবি, আজ বিকালের মধ্যেই জনসভার জন্য উপযুক্ত করে তোলা যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *