বামেদের ব্রিগেড: রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিমানের

কলকাতা: আগামী বরিবার একগুচ্ছ দাবির ভিত্তিতে ব্রিগেড সমাবেশ নামছে বামফ্রন্ট৷ সভার প্রস্তুতি দেখতে আজ ব্রিগেডে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ এদিন সভাস্থল খতিয়ে দেখার পর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি৷ জানান, বামেদের সভা প্রস্তুত করতে তিন দিন সময় দেওয়া হয়েছে৷ কিন্তু, তৃণমূলের জন্য দেওয়া হয়েছিল ১১দিন৷ ফলে, মঞ্চ বাঁধার কাজ করতে সমস্যা হচ্ছে

বামেদের ব্রিগেড: রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বিমানের

কলকাতা: আগামী বরিবার একগুচ্ছ দাবির ভিত্তিতে ব্রিগেড সমাবেশ নামছে বামফ্রন্ট৷ সভার প্রস্তুতি দেখতে আজ ব্রিগেডে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ এদিন সভাস্থল খতিয়ে দেখার পর রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি৷ জানান, বামেদের সভা প্রস্তুত করতে তিন দিন সময় দেওয়া হয়েছে৷ কিন্তু, তৃণমূলের জন্য দেওয়া হয়েছিল ১১দিন৷ ফলে, মঞ্চ বাঁধার কাজ করতে সমস্যা হচ্ছে বলেও জানান তিনি৷

অন্যদিকে, বামেদের ব্রিগেড সমাবেশে বক্তৃতা দিতে শহরে আসছেন কানহাইয়া কুমার৷ জানা গিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে বক্তৃতা দেবেন কানহাইয়া কুমার৷ ইতিমধ্যেই আসার ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গিয়েছে৷ সিপিআই সূত্রে তাঁর সম্মতির কথা জানানো হয়েছে৷

ব্রিগেডের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই ব্রিগেড কমিটি গড়েছে বাম নেতৃত্ব৷ জানা গিয়েছে, প্রতিটি এলাকায় তৈরি করা হয়েছে কমিটি। সেই কমিটি দেখভাল করছে ব্রিগেড প্রস্তুতির খুঁটিনাটি। প্রতি ওয়ার্ডে গড়া হয়েছে এক আহ্বায়ক। তাঁর হাতে থাকছে এলাকা থেকে ব্রিগেড যাওয়া, এমনকি ফেরা পর্যন্ত সবার দায়িত্ব। প্রস্তুতি কমিটি দেখছে, গণঅর্থসংগ্রহ থেকে গোটা তল্লাটের ব্রিগেডের প্রস্তুতি। আর ওয়ার্ডের ব্রিগেড কমিটির দায়িত্ব, কতজন যাচ্ছে তার তালিকা তৈরি রাখা। কীভাবে যাবে তার পরিকল্পনা করা। কীভাবে ফিরবে, সেই দায়িত্ব পর্যন্ত বর্তেছে কমিটির ওপর। ব্রিগেডযাত্রীদের শিলিগুড়ি থেকে আসা-যাওয়া, থাকা-খাওয়া সব কিছুর দেখভাল করবে ব্রিগেড কমিটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + eight =