বাজেট অধিবেশন বয়কট বাম-কংগ্রেসের, থাকছেন না রাজ্যপাল

একই সঙ্গে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী

5c3465ab4ce46a06e6abb73e9113764c

কলকাতা: নজিরবিহীনভাবে আসন্ন বিধানসভা ভোটের আগে শেষ রাজ্য বাজেট থাকবে না রাজ্যপালের বক্তৃতা এবং একই সঙ্গে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রীর বদলে মুখ্যমন্ত্রী। যদিও এবার এই বাজেট অধিবেশন বয়কট করেছে বাম এবং কংগ্রেস। পাশাপাশি রাজ্যপালের বক্তৃতা ছাড়াই বাজেট অধিবেশন হচ্ছে এই নিয়েও প্রশ্ন তুলেছে তারা।

৫ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল বিধানসভার বাজেট অধিবেশন। করোনাভাইরাস পরিস্থিতি এবং শারীরিক অসুস্থতার কারণে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই কারণে এবার বিধানসভায় বাজেট পেশ করতে পারবেন না তিনি। তাঁর বদলে বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অনুমতি চেয়ে নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে বিধানসভা ভোটের আগে শেষ রাজ্য বাজেট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বাম এবং কংগ্রেস। একইসঙ্গে রাজ্যপালের বক্তৃতার না থাকার ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোতে রাজ্য সরকার তাদের কোনো কথাই শোনেনি, একইসঙ্গে রাজ্যপালের বক্তৃতা কেন পাচ্ছে না সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেনি রাজ্য সরকার। তাই বাজেট অধিবেশন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সঙ্গে আরও জানানো হয়েছে, আগামীকাল বিকেলে বাজেট পেশ আর দুপুরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। সেই বৈঠকে বিরোধীদের রাজ্য বাজেট প্রসঙ্গে জানানো হবে। সুতরাং বিরোধীদের বক্তব্য, তাদের যে অন্ধকারে রাখা হচ্ছে এখনো পর্যন্ত সেটা একেবারেই পরিষ্কার। সেই কারণে তারা বাজেট বয়কট করছেন। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে না রাজ্য সরকার, শুধুমাত্র ভোট অন একাউন্ট পেশ করা হবে। তাই রাজ্যবাসীর জন্য বড়োসড়ো চমক অপেক্ষা করছে বলেই মনে করছে তারা। এদিকে মুখ্যমন্ত্রী বাজেট পেশ করবেন এই খবর রটে যাওয়ার পরেই অল্প বেশি আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অন্য যে কোন মন্ত্রী বাজেট পেশ করতে পারতেন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী কেন বাজেট পেশ করছেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মনে করা হচ্ছে বড়সড় কোন চমকের কথা নিজের মুখেই ঘোষণা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই তিনি নিজে বাজেট পেশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *