ফের ‘বদলা’র হুংকার দিলেন ‘রাষ্ট্রদ্রোহী’ বিমল গুরুং! ভাঙলেন বিজেপির ঘর

ফের ‘বদলা’র হুংকার দিলেন ‘রাষ্ট্রদ্রোহী’ বিমল গুরুং! ভাঙলেন বিজেপির ঘর

কলকাতা:  বিমল গুরুংয়ের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সঙ্গে ফের বদলাতে শুরু করেছে পাহাড়ের রাজনীতি রং৷ তিন বছর অন্তর্ধানের পর সম্পূর্ণ ভোল বদলে প্রকাশ্যে এসেছেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো৷ বিজেপি’র সঙ্গে ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছেন তিনি৷ এবার শুরু হল বিজেপি থেকে ‘ঘর ওয়াপসি’৷ ২০১৯ সালে বিজেপি’তে যোগ দেওয়া জনমুক্তি মোর্চার ১৭ জন কাউন্সিলর ফিরলেন গুরুং-এর ঘরে৷ কলকাতায় সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণা করেন খোদ মোর্চা সুপ্রিমো৷   

আরও পড়ুন- দিল্লির পুলিশ এনে বাংলায় অভিযান কেন? অমিত শাহকে চরম হুঁশিয়ারী মমতার

এদিন সাংবাদিক বৈঠকে বিমন গুরুং বলেন, কয়েক দিন আগেই ঘোষণা করেছিলাম বিজেপি ছেড়ে এবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব৷ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করব আমরা৷ কেন এই সিদ্ধান্ত বদল তা আগেই খোলসা করেছেন গুরুং৷ এদিন তিনি আরও একবার বলেন, ভারতীয় জনতা পার্টি যে আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা পূরণ করেনি৷ কিন্তু বাংলার প্রশাসনের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, তা তিনি পালন করেন৷ সে কারণেই এনডিএ থেকে বেরিয়ে এসেছেন তিনি৷ আর এই দিকটি বিবেচনা করেই তাঁদের যাবতীয় দাবিদাওয়া এবং রাজনৈতিক সমাস্যার স্থায়ী সমাধানের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে৷ তিনি আশাবাদী আগামী দিনে এই সকল দাবি পূরণ করা হবে৷ 

আরও পড়ুন- BIG BREAKING: কালী-ছট পুজোয় নিষিদ্ধ বাজি, নির্দেশ হাইকোর্টের

গুরং আরও বলেন, ২০২১ –এর নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে বাংলার মসনদে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার জন্য ঝাঁপিয়ে পড়বে তাঁর দল৷ আর সে কারণেই আজ দার্জিলিং পুরসভার যে ১৭ জন কাউন্সিলার ২০১৯ সালে বিজেপিতে সামিল হয়েছিলেন, তাঁরা সকলেই ঘরে ফিরে এসেছেন৷ আগামী নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চা এবং তৃণমূল কংগ্রেস মিলিত হয়ে বিজেপিকে জবাব দেবে৷ তাঁর কথায়, ‘‘আমাদের এতদিন সময় যারা নষ্ট করে দিয়েছে, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া হবে৷ উত্তরবঙ্গের ফল হাতে নাতে মিলবে৷ আমি কর্মে বিশ্বাসী৷ ময়দানে নেমে কাজ করব এবং বিজেপিকে জবাব দেব৷’’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *