কলকাতা: মেট্রো রেলের চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা যাত্রীদের মনে। তাঁদের অভিযোগ ছিল, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ আটকে থাকতে হয়েছে ট্রেনে। এই ধরনের দুর্ঘটনায় যাতে আরও তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালানো যায়, তার জন্য মহড়া দিল মেট্রোর আরপিএফ।
মেট্রো সূত্রের খবর, গত ১৩ জানুয়ারি পার্ক স্ট্রিট স্টেশনে ‘মক ফায়ার ড্রিল’ চালায় আরপিএফ। মহড়ায় যেসব কর্মী অংশ নিয়েছিলেন, তাঁরা আগুন নেভানো সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মেট্রোর এক কর্তা বলেন, এমন দুর্ঘটনায় যাতে আরও দ্রুত এবং সুষ্ঠুভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়, তার জন্যই এই মহড়ার আয়োজন করা হয়েছিল।