কলকাতা: ভোটের বাজারে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবারিদের পোয়াবারো। নাইন এম এম বা সেভেন এম এম পিস্তল ও কার্তুজের দাম একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটাই। দ্বিগুণ এমনকী তিনগুণ দামেও তা বিকোচ্ছে চোরাগোপ্তা। চাহিদা অনুযায়ী অস্ত্রের জোগান দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে গুলি-বন্দুকের বেআইনি কারবারিরা। চোরাপথে আসা এই অস্ত্রের লেনদেন আটকানোই এখন গোয়েন্দাদের কাছে মূল চ্যালেঞ্জ।
বেআইনি আগ্নেয়াস্ত্রের বাজারে লোহা হল নাইন এম এম, আর সার হল সেভেন এম এমের সাঙ্কেতিক নাম। আর কাটি হল কার্তুজ বা গুলি। এছাড়াও এমন অসংখ্য কোড ওয়ার্ড রয়েছে। ভোট ম্যানেজারদের কাছে এই লোহা বা কাটি নামটি অত্যন্ত পরিচিত। তাই অর্ডার দেওয়ার সময় এই ভাষাই তাঁরা ব্যবহার করেন। যাতে সাধারণ মানুষ এর অর্থ বুঝতে না পারে। নির্বাচন এলেই লোহা বা কাটির চাহিদা বেড়ে যায় স্বাভাবিকভাবে। এবারও এখনও পর্যন্ত তার অন্যথা হয়নি।