Aajbikel

আন্দোলনের অধিকার আছে কি নেই? এজলাস বয়কট প্রসঙ্গে প্রশ্ন আইনজীবীদের

 | 
হাইকোর্ট

কলকাতা: বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছিল বারের আইনজীবীদের অংশ। মূলত তৃণমূলপন্থী আইনজীবীরাই এই বয়কট-প্রতিবাদের মুলে ছিলেন। তার জন্য গত সোমবার থেকে কলকাতা হাইকোর্ট যথেষ্ট উত্তপ্ত ছিল। এখন বয়কট উঠে গেলেও তার আঁচ আছে এবং বিচারপতি মান্থার এজলাসে এখনও যাচ্ছে না সরকারি আইনজীবীরা। ইতিমধ্যেই আবার বিচারপতি আদালত অবমাননার রুলও জারি করেছেন। কিন্তু এই আন্দোলন নিয়ে সাফাই দিলেন অন্য আইনজীবীরা।

আরও পড়ুন: তৃণমূলের এক মহিলা আইনজীবী সরকারি প্যানেল থেকে বাদ, বিচারপতি মান্থার এজলাসে ছিলেন

বার এসোসিয়েশনের সদস্য আইনজীবী রানা মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তোলেন, আইনজীবীদের আন্দোলনের অধিকার আছে কি নেই? বলেন, তিনি মনে করছেন যে, সাধারণ আইনজীবীদের আন্দোলনের অধিকার থাকে, সেটাই করা হচ্ছে। আর এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে আগামী সোমবার অর্থাৎ ১৬ জানুয়ারি সারা রাজ্যের আইনজীবীরা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানাবেন বলেও দাবি করেন তিনি। এদিকে কলকাতা হাইকোর্টে বয়কট নিয়ে অশান্তির আবহের মধ্যেই বিচারপতি রাজাশেখর মান্থা দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে। খবর, দেখা করতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে।

আসলে আদালত চত্বরে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছিল। শুধু আদালতে নয়, তাঁর বাড়ির সামনেও বিভিন্ন পোস্টার লাগানো হয়। তিনি দাবি করেছিলেন, তাঁর নামে মিথ্যা এবং ভুয়ো তথ্য রটানো হচ্ছে এবং কুৎসা করার চেষ্টা হয়েছে। গোটা বিষয় নিয়ে যথেষ্টই বিব্রত বিচারপতি।

Around The Web

Trending News

You May like