তলবে সাড়া দিয়ে দ্রুত আদালতে আইনমন্ত্রী, কোন ইস্যুতে ডাক পড়ল

তলবে সাড়া দিয়ে দ্রুত আদালতে আইনমন্ত্রী, কোন ইস্যুতে ডাক পড়ল

11f88950592b22af3fb0768891a37007

কলকাতা: বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতা হাইকোর্টে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই তলবে সাড়া দিয়েছেন তিনি। তবে এই তলব বেশিক্ষণের জন্য হয়নি বলেই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, ১০ মিনিটের মধ্যেই বেরিয়ে আসেন রাজ্যের আইনমন্ত্রী। 

বিষয় হল, সিবিআই স্পেশাল কোর্টের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এই প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট বিচারককে অবিলম্বে বদলি করারও নির্দেশ দেন৷ কিন্তু জানা যায়, তিনি নতুন জায়গায় এখনও নিয়োগ পাননি। কারণ তাঁর ফাইল আটকে রয়েছে আইনমন্ত্রী মলয় ঘটকের অফিসে। এই কারণেই রাজ্যের আইনমন্ত্রীকে দ্রুত তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, তলব পাওয়ার ২৫ মিনিটের মধ্যেই রাজ্যের মন্ত্রী চলে যান কলকাতা হাইকোর্টে। তবে ১০-১৫ মিনিটের মধ্যেই তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়। 

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ৪ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের ওই বিচারককে বদলি করাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ওই বিচারকের বদলি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারকে৷ আদালতের পর্যবেক্ষণ, পদ ফাঁকা থাকায় ওই বিচারক অন্তর্বর্তী দায়িত্বে রয়েছেন। ৪ অক্টোবরের মধ্যে এই পদে নতুন বিচারককে বসাতে হবে। সেই সঙ্গে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় আর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *